For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আক্রান্ত এয়ার ইন্ডিয়া পাইলট, মাঝ আকাশ থেকে দিল্লি ফিরল বন্দে ভারত মিশনের বিমান

Google Oneindia Bengali News

মস্কোর জন্য দিল্লি থেকে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান। তারপরেই বিমান সংস্থার গ্রাউন্ড টিম জানতে পারে, মস্কোগামী ওই বিমানের পাইলট কোরোনায় আক্রান্ত। তড়িঘড়ি মাঝপথ থেকে দিল্লি বিমানবন্দরে অবতরণ করানো হয় ওই বিমানকে।

এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের বক্তব্য

এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের বক্তব্য

এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানান, 'এ ৩২০ বিমানটি বন্দে ভারত মিশনের আওতায় মস্কোয় আটকে থাকা ভারতীয়দের আনার জন্য উড়ান নিয়েছিল। উজবেকিস্তান এয়ারস্পেসে পৌঁছানো মাত্রই আমাদের গ্রাউন্ড টিম জানতে পারে ওই বিমানের একজন পাইলট কোরোনা পজিটিভ।'

বিমানের কর্মীদের ইতিমধ্যে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে

বিমানের কর্মীদের ইতিমধ্যে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে

গ্রাউন্ড টিম পাইলটের করোনা আক্রান্ত হওয়ার খবর জানতেই বিমানটিকে দিল্লি ফিরে আসতে বলে। কর্তৃপক্ষ বলেন, 'বিমানটিকে তৎক্ষণাৎ ফিরে আসতে বলা হয়। আজ দুপুর ১২ টা ৩০ মিনিটে বিমানটি দিল্লি বিমানবন্দরে অবতরণ করে।' ওই বিমানের কর্মীদের ইতিমধ্যে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পাশাপাশি মস্কোয় আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনতে আর একটি বিমান পাঠানো হয়।

আরও বিমান চালাবে এয়ার ইন্ডিয়া

আরও বিমান চালাবে এয়ার ইন্ডিয়া

বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে আরও বিমান চালাবে এয়ার ইন্ডিয়া। টুইট করে গতকাল এমনই জানালেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী। ৪,৫, ৬ জুন বিমানগুলি রওনা দেবে। যার বুকিং শুরু হয় আজ সকাল ১১টা থেকে। এই তিনদিন অ্যামেরিকা, ইংল্য়ান্ড, জার্মানি, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড ও সুইডেন থেকে ভারতীয়দের ফেরানো হবে।

হরদীপ সিং পুরীর টুইট

হরদীপ সিং পুরীর টুইট

হরদীপ সিং পুরী টুইটারে লেখেন, 'বন্দে ভারত অভিযানের অধীনে এয়ার ইন্ডিয়া আরও কয়েকটি উড়ানের ঘোষণা করেছে। জুনের ৪ তারিখে দিল্লি থেকে অকল্যাান্ড ও শিকাগোর উদ্দেশে রওনা দেবে বিমান। ৫ তারিখে স্টকহোমের উদ্দেশে দিল্লি থেকে রওনা দেবে বিমান। এবং ৬ তারিখে দিল্লি থেকে নিউ ইয়র্ক, ফ্রাঙ্কফুট, সিওলের উদ্দেশে এবং মুম্বই থেকে ওইদিনই লন্ডন, নিওয়ার্কের উদ্দেশে বিমান রওনা দেবে।'

<strong>ফের দুর্ঘটনার কবলে পরিযায়ী শ্রমিকদের বাস, কেরল থেকে ফিরতে গিয়ে আহত বাংলার ৭</strong>ফের দুর্ঘটনার কবলে পরিযায়ী শ্রমিকদের বাস, কেরল থেকে ফিরতে গিয়ে আহত বাংলার ৭

English summary
air india pilot got affected by coronavirus, plane enroute moscow returns mid air to delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X