For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিদেশের মাটিতে প্রাণ বাঁচল এয়ার ইন্ডিয়ার ৩৭০ যাত্রীর

পাইলটের চেষ্টায় প্রাণ বাঁচল ৩৭০ জন বিমান যাত্রীর। একদিকে খারাপ আবহাওয়া, অন্যদিকে বিমানের একাধিক সিস্টেমে গোলযোগ ধরা পড়ে। বিমানের জ্বালানিও সেই সময় ফুরনোর পথে।

  • |
Google Oneindia Bengali News

পাইলটের চেষ্টায় প্রাণ বাঁচল ৩৭০ জন বিমান যাত্রীর। একদিকে খারাপ আবহাওয়া, অন্যদিকে বিমানের একাধিক সিস্টেমে গোলযোগ ধরা পড়ে। বিমানের জ্বালানিও সেই সময় ফুরনোর পথে। এমন মুহুর্তে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে নামতে ব্যর্থ হন পাইলট। পরে নিউ জার্সির নিউআর্ক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।

 বিদেশের মাটিতে প্রাণ বাঁচল এয়ার ইন্ডিয়ার ৩৭০ যাত্রীর

ঘটনাটি ১১ সেপ্টেম্বরের। এয়ার ইন্ডিয়ার এআই ১০১ বিমানটি দিল্লি থেকে নিউইয়র্ক যাচ্ছিল। এরই মধ্যে প্রবল খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে যায় বিমানটি।
এরই মধ্যে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান, বিমানে একাধিক সিস্টেমে গোলযোগ ধরা পড়েছে। ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেমেও গোলযোগ ধরা পড়ে। একইসঙ্গে বিমানে জ্বালানি ফুরিয়ে আসার কথাও জানান ওই পাইলট।

এমনই পরিস্থিতিতে খারাপ আবহাওয়ার কারণে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে নামতে ব্যর্থ হন পাইলট। ককপিট থেকে র‍্যাডার দেখা যাচ্ছিল না বলেই জানিয়েছে এয়ার ইন্ডিয়ার এক মুখপত্র। এই সময় বিমানটিকে নিউ জার্সির নিউআর্ক বিমানবন্দরের দিকে নিয়ে যান পাইলট। সেখানেই অবতরণ করে বিমানটি।

বিমানটি নয় বছরের পুরনো বলে জানা গিয়েছে। বিষয়টি নিয়ে এয়ার ইন্ডিয়ার তরফে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

English summary
Air India pilot gives second chance at life to 370 people in New York
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X