For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাগডোগরা থেকে ওড়া এয়ার ইন্ডিয়ার বিমানে বিকল এসি, দমবন্ধ অবস্থায় যাত্রীদের আর্তনাদ, দেখুন ভিডিও

বাগডোগরা থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানের এসি খারাপ হওয়ায় রীতিমত সমস্যায় পড়েন যাত্রীরা।

  • |
Google Oneindia Bengali News

বাগডোগরা থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানের এসি খারাপ হওয়ায় রীতিমত সমস্যায় পড়েন যাত্রীরা। দমবন্ধকর পরিস্থিতিতে শ্বাসকষ্টের সমস্যায় অনেকেই ভুগতে থাকেন এই সফরে। ফ্লাইট এআই৮৮০ -এর ওই বিমানে ১৬৮ জন যাত্রী ছিলেন। বিমানটি নির্দিষ্ট সময়র ২৫ মিনিট আগেই দিল্লি পৌঁছে যাওয়ায় ঘোরতর বিপত্তি আটকানো গিয়েছে।[আরও পড়ন:সৌভাগ্যের জন্য বিমানের ইঞ্জিনেই কয়েন ছুঁড়লেন চিনা বৃদ্ধা, তারপর কী হল]

বাগডোগরা থেকে ওড়া এয়ার ইন্ডিয়ার বিমানে বিকল এসি, দমবন্ধ অবস্থায় যাত্রীদের আর্তনাদ, দেখুন ভিডিও

সূত্রের খবর, বিমানে যে এসি বিকল ছিল, সে সম্পর্কে ধারনা ছিল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের। অভিযোগ তা জানা সত্ত্বেও কিছু ব্যবস্থা নেওয়া হয়নি এই বিমান পরিষেবা সংস্থার তরফে। বিমান যাত্রা শুরুর সময়েই যাত্রীদের জানিয়ে দেওয়া হয়, প্রথমে সমস্যা হলেও খানিকক্ষণ বাদে এসি চালু হবে।[আরও পড়ন:৭০৬ টাকার টিকিটে বিমান যাত্রার সুযোগ, জানুন বিস্তারিত]

বাগডোগরা থেকে ওড়া এয়ার ইন্ডিয়ার বিমানে বিকল এসি, দমবন্ধ অবস্থায় যাত্রীদের আর্তনাদ, দেখুন ভিডিও

এদিকে , এরকম অবস্থায় কয়েকজন যাত্রী অসুস্থ হতে শুরু করলে, তাঁরা অক্সিজেন মাস্কের সাহায্য নিতে যান, দেখা যায় সেটিও বিকল। তখনই প্রতিবাদ জানাতে থাকেন বিমানযাত্রীরা। ঘেমে একাকার অসুস্থ যাত্রীরা হাতের কাছে পেপার, ম্যাগাজিন যা পাওয়া যায়, তাই দিয়ে হাওয়া করার চেষ্টা করতে থাকেন।[আরও পড়ন:প্রতিটি বিমানের গায়ে সাদা রং থাকার অর্থ জানা আছে, জানুন]

এই প্রথম এয়ার ইন্ডিয়ার বিমানে এইরকমের সমস্যার খবর সামনে আসে। তবে অনেকের মতে এর আগেও এইরকমের ঘটনার শিকার অনেকেই হয়েছেন। এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা বেশ কয়েকদিন ধরেই খারাপ অবস্থায় রয়েছে। অন্যান্য বিমান সংস্থাগুলির সঙ্গে লড়াই করে বেঁচে থাকার জন্য কম দামে তাঁরা পরিষেবা দিচ্ছে। অনেকেই মনে করছেন সেজন্য এই বিমান সংস্থার পরিষেবার এই হাল।

English summary
A Delhi-bound Air India flight from Bagdogra had a technical snag as the air conditioning system of the flight stopped working on Sunday. The passengers on board were left gasping for oxygen mid-air. The flight, AI-880, that was carrying 168 passengers, faced this technical problem when the plane was mid-air. This incident happened on Sunday evening. The passengers had to struggle for at least 2 hours. They were seen using papers as fans and sweating.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X