For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরিবেশ রক্ষায় নয়া উদ্যোগ, প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ হচ্ছে বিমানে

পরিবেশ রক্ষায় এবং প্লাস্টিক ব্যবহার নিয়ে সচেতনা বৃদ্ধির জন্য নয়া উদ্যোগ নিল এয়ার ইন্ডিয়া। এবার থেকে আর বিমানে কোনও রকম প্লাস্টিকের সামগ্রি বিমােন নিয়ে সফর করা যাবে না।

Google Oneindia Bengali News

পরিবেশ রক্ষায় এবং প্লাস্টিক ব্যবহার নিয়ে সচেতনা বৃদ্ধির জন্য নয়া উদ্যোগ নিল এয়ার ইন্ডিয়া। এবার থেকে আর বিমানে কোনও রকম প্লাস্টিকের সামগ্রি বিমােন নিয়ে সফর করা যাবে না। নয়া নির্দেশিকা জারি করেছে এয়ার ইন্ডিয়া। ২ অক্টোবর থেকেই কার্যকর হচ্ছে এই নিয়ম।

গান্ধী জয়ন্তিতে নয়া উদ্যোগ এয়ার ইন্ডিয়া

গান্ধী জয়ন্তিতে নয়া উদ্যোগ এয়ার ইন্ডিয়া

প্রবল লোকসানে একপ্রকার ধুঁকছে এয়ার ইন্ডিয়া। তবে তার মধ্যেও পুরনো জনপ্রিয়তা ফিরে পাওয়ার প্রবল চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। সেকারণেই বেশ কিছু নয়া উদ্যোগের মধ্যে পরিবেশ রক্ষায় বিশেষ পদক্ষেপ করছে বিমান সংস্থাটি। একটি বিশেষ নির্দেশিকায় সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, একবার ব্যবহার করা যায় এরকমের কোনও প্লাস্টিকের সামগ্রি নিয়ে বিমানে সফর করতে পারবেন না যাত্রীরা। গান্ধীজির জন্মবার্ষিকী ২ অক্টোবর থেকে কার্যকর হবে এই নিষেধাজ্ঞা।

 কোন কোন প্লাস্টিকের সামগ্রীতে নিষেধাজ্ঞা

কোন কোন প্লাস্টিকের সামগ্রীতে নিষেধাজ্ঞা

বিমান সফরের সময় অনেকেই প্লাস্টিকের অনেক জিনিস নিয়ে যান। এমনকী বিমানেএ একাধিক প্লাস্টিকের জিনিস ব্যবহার করা হয়। সেগুলি এবার থেকে একেবারেই বন্ধ। বিশেষ করে সিঙ্গল ইউজ প্লাস্টিক যেগুলি একবার ব্যবহারের পরেই ফেলে দিতে হয়। যেমন প্লাস্টিকের ক্যারিব্যাগ, স্ট্র, ছোট জলের বোতল, কাপ, প্লেট।

প্লাস্টিকের পরিবর্তে কী ব্যবহার হবে বিমানে

প্লাস্টিকের পরিবর্তে কী ব্যবহার হবে বিমানে

পরিবেশের কথা মাথায় রেখে প্লাস্টিকের পরিবর্তে বার্চ কাঠ দিয়ে তৈরি সামগ্রি ব্যবহার করা হবে বিমানে। একই সঙ্গে কিছু উন্নতমানের স্টিলের সামগ্রিও ব্যবহার করা হবে। প্লাস্টিকে কাপ প্লেটের জায়গায় কাগজের কাপ প্লেট ব্যবহার করা হব। যাত্রীদের অতোদিন প্লাস্টিকের পাউচে যে খাবারগুলি পরিবেশন করা হত, যেমন চিপস, বিস্কুট জাতীয় খাবার পরিবেশন করা হবে বাটার পেপারের ঠোঙায়। প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে কেকের পরিবর্তে মাফিন দেওয়ার সিদ্ধান্ত নিেয়ছে এয়ার ইন্ডিয়া।

প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়েই উদ্যোগ

প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়েই উদ্যোগ

১৫ অগস্ট লালকেল্লা থেকে জাতীর উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে অনুরোধ করেছিেলন সিঙ্গিল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে। এমন দেশের সব সরকারি দফতরেও এই উদ্যোগ নেওয়ার আবেদন জানিয়েছিলেন তিনি। ভারতকে প্লাস্টিকমুক্ত দেশ গড়ার কথা বলেছিলেন মোদী। তারপরেই এয়ার ইন্ডিয়া প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করার কথা ঘোষণা করে।

প্রথম পর্যায়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সব বিমানে এই নিষেধাজ্ঞা বহাল করা হবে তারপর ধাপে ধাপে অ্যালায়েন্স এয়ার বিমান এবং এয়ার ইন্ডিয়ার বিমানে তা কার্যকর হবে।

English summary
Air India is all set to impose a ban 1st use plastic products
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X