For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোভিড পজিটিভ ক্রু সদস্য, যাত্রী ছাড়াই সিডনি থেকে দিল্লি ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

যাত্রী ছাড়াই সিডনি থেকে দিল্লি ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

Google Oneindia Bengali News

যাত্রী ছাড়াও সিডনি থেকে দিল্লিতে ফিরে এল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। এয়ার ইন্ডিয়ার এক ক্রু সদস্যের করোনা টেস্ট পজিটিভ আসার পর অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ যাত্রীদের ওই বিমানে পাঠাতে রাজি না হওয়ায় মঙ্গলবার কার্যত সিডনি থেকে শুধুমাত্র কার্গো নিয়েই দিল্লিতে ফিরে আসতে হয়।

কোভিড পজিটিভ ক্রু সদস্য, যাত্রী ছাড়াই সিডনি থেকে দিল্লি ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

এয়ার ইন্ডিয়া যদিও জানিয়েছে যে শনিবার সব ক্রু সদস্যদের দিল্লি–সিডনি বিমান ছাড়ার আগে দিল্লিতে আরটি–পিসিআর টেস্ট করানো হয় এবং সকলের রিপোর্ট নেগেটিভ আসে। তবে রবিবার সিডনিতে পৌঁছানোর পর পুরো ক্রু সদস্যদের বাধ্যতামূলক আরটি–পিসিআর টেস্ট করায় অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ এবং সোমবার তার রিপোর্ট আসে। সেখানে একজন ক্রু সদস্যের রিপোর্ট পজিটিভ আসে। এরপর অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ এয়ার ইন্ডিয়ার বিমানে কোনও যাত্রীকে সফর করার অনুমতি দেয় না। ফলস্বরূপ সোমবার ওই বিমান শুধুমাত্র ক্রু সদস্য ও কার্গো নিয়ে সিডনি থেকে ওড়ে।

এয়ার ইন্ডিয়ার ওই ক্রু সদস্যকে সিডনিতে আইসোলেট করে রাখা হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবারই অস্ট্রেলিয়া সরকার ১৫ মে পর্যন্ত ভারত থেকে আসা সব বিমানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ভারতে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৩,২৩,১৪৪ জন এবং মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১,৭৬,৩৬,৩০৭। অন্যদিকে জাতীয় সুস্থতার হার ৮২.‌৫৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২,৭৭১ জন এবং মোট মৃতের সংখ্যা ভারতে ১,৯৭,৮৯৪ জন।

English summary
As the crew member was covid positive, Air India returned from Sydney with an empty flight
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X