For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহিলার গায়ের ওপর প্রস্রাব! কেন কোনও ব্যবস্থা নেয়নি Air India? রইল আসল তথ্য

এআই ১০২ বিমানে গত ২৬ নভেম্বর ওই ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

  • |
Google Oneindia Bengali News

মদ্যপ অবস্থায় বিমানের মধ্যে প্রস্রাব করার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এয়ার ইন্ডিয়ার ওই ঘটনায় কেন বিমান কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নিল না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তৎপর হয়েছে ডিসিজিএ-ও। বৃহস্পতিবার টাটা গোষ্ঠীর মালিকানাধীন এয়ার ইন্ডিয়ার তরফ থেকে ডিসিজিএ-কে জানানো হয়েছে, বিমানের কর্মীরা ওই ব্যক্তির বিরুদ্ধে কোনও অভিযোগ জানাননি।

নভেম্বরের ঘটনা। এক মহিলার গায়ের ওপর প্রস্রাব করার অভিযোগ ওঠে এক মুম্বইয়ের এক ব্যবসায়ীর বিরুদ্ধে।

 ব্যবসায়ীর বিরুদ্ধে কেন কোনও ব্যবস্থা নেয়নি Air India?

গত ৪ জানুয়ারি ডিসিজিএ-র তরফে এয়ার ইন্ডিয়াকে একটি নোটিস দেওয়া হয়েছিল। এআই ১০২ বিমানে গত ২৬ নভেম্বর ওই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। রিপোর্টে বলা হয়েছে ওই ব্যক্তি যাতে ৩০ দিন এয়ার ইন্ডিয়ার বিমানে না উঠতে পারেন, সেই নির্দেশ দেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়ার দেওয়া রিপোর্ট খতিয়ে দেখছে ডিসিজিএ। আগামী ১০ জানুয়ারি ফের শুনানি হবে বলে জানা গিয়েছে।

দিল্লির পালাম স্টেশনে একটি মামলা দায়ের করা হয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে। তিনি বিমানের ভাড়া ফেরত দিয়ে দিয়েছেন।

ঘটনা সম্পর্কে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ২৬ নভেম্বর এআই ১০২ বিমানের এক মহিলা যাত্রী অভিযোগ জানিয়েছিলেন। তিনি জানান, এক ব্যক্তি বিমানের মধ্যেই প্রস্রাব করে দেয়, যার ফলে ভিজে যায় তাঁর পোশাক ও ব্যগ। এরপর ক্রু তাঁকে অন্য একটি বসার ব্যবস্থা করে দেয় ও একটি শুকনো পোশাক দেয়। মহিলার দাবি, তিনি চেয়েছিলেন নামার পরই যাতে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু এয়ার ইন্ডিয়ার দাবি, বিমানবন্দরে নামার পর দু পক্ষের মধ্যে বোঝাপড়া হয়ে যাওয়ায় কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। কমান্ডারের কাছে ঘটনার কথা জানিয়েছিল কেবিন ক্রু। কিন্তু ল এনফোর্সমেন্টকে সে কথা জানানো হয়নি।

এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, কেবিন ক্রু -দের নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই ধরনের ঘটনা ঘটলে, তা সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। অভিযুক্ত যদি নাও চান, তাহলেও অভিযোগ জানাতে হবে বলে নির্দেশ দেওয়া রয়েছে। তা সত্ত্বেও কেন ওই কর্মী জানালেন না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। খতিয়ে দেখছে এয়ার ইন্ডিয়া।

ওই বিমানটি নিউ ইয়র্ক থেকে দিল্লির দিকে যাচ্ছিল। সেই বিমানেই বিজনেস ক্লাসের যাত্রী ছিলেন ওই ব্যবসায়ী। মধ্যাহ্ন ভোজন সারার পরই ওই ঘটনা ঘটে বলে অভিযোগ। তিনি মহিলা যাত্রীর সিটের দিকে এগিয়ে যান এবং তাঁর গায়ের কাছেই প্রস্রাব করে দেন। পরে এফআইআর করা হয়েছে ওই যাত্রীর বিরুদ্ধে।

English summary
Air India explains why they did not take action against man who peed in flight
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X