করোনা ভাইরাস মোকাবিলা, ৩ শহরে বিমানযাত্রা স্থগিত করল এয়ার ইন্ডিয়া
তিন শহরে বিমানযাত্রা অস্থায়ীভাবে স্থগিত করে দিল এয়ার ইন্ডিয়া। এই তিন শহর হল রোম, মিলান ও সিওল। বুধবার রাতে এই ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই করোনা ভাইরাস আক্রান্ত দেশগুলি থেকে আসা ভারতীয়দের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

৩ শহরে বিমানযাত্রা স্থগিত
বিশ্বের ৩ শহরে বিমানযাত্রা আপাতত স্থগিত করে দিল এয়ার ইন্ডিয়া। ইতালির রোমেএই স্থগিতাদের থাকবে ১৫ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত। অন্যদিকে ইতালির মিলান এবং দক্ষিণ কোরিয়ার সিওলে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ১৪ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত।

পর্যটন ভিসা স্থগিত ঘোষণা ভারতের
আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সব পর্যটন ভিসা স্থগিত করে দেওয়া হয়েছে ভারত সরকারের তরফ থেকে। ১৩ মার্চ থেকে এই নিষেধাজ্ঞা কার্ষকর করা হবে। স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের নেতৃত্বে মন্ত্রীগোষ্ঠীর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে কূটনৈতিক, সরকারি, রাষ্ট্রসংঘ কিংবা আন্তর্জাতিক কোনও সংস্থার ভিসা।
এছাড়াও ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া কার্ড হোল্ডারদের ভিসা ছাড়া সুবিধা ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

থাকতে হবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে
চিন, ইতালি, ইরান, রিপাবলিক অফ কোরিয়া, ফ্রান্স, স্পেন, জার্মানি থেকে ১৫ ফেব্রুয়ারি পর আসা ভারতীদের অন্ততব ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

ট্রাম্পের ঘোষণায় বন্ধ ইউরোপের রাস্তা
ইউরোপের বিভিন্ন দেশে দ্রুত ছড়াচ্ছে করোনা ভাইরাস। মোকাবিলায় ইউরোপ থেকে আমেরিকায় প্রবেশের যাবতীয় রাস্তা ৩০ দিনের জন্য বন্ধ রাখার কথা ঘোষণা করেছেন তিনি। শুক্রবার থেকে এই নিষেধাজ্ঞা কার্ষকর করা হবে।