For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌চিন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে মুম্বইয়ে প্রস্তুত এয়ার ইন্ডিয়ার বিমান

‌চিন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে মুম্বইয়ে প্রস্তুত এয়ার ইন্ডিয়ার বিমান

Google Oneindia Bengali News

চিনে করোনাভাইরাসে আতঙ্কগ্রস্ত ভারতীয়দের দেশে আনার উদ্যোগ নিল কেন্দ্র সরকার। জানা গিয়েছে, মুম্বই থেকে চিনের ইউহান প্রদেশের উদ্দেশ্যে রওনা দেবে এয়ার ইন্ডিয়ার ৪২৩ আসনের জাম্বো বিমান। উদ্ধার করে আনা হবে আতঙ্কগ্রস্ত ভারতীয়দের। বিদেশমন্ত্রক ও স্বাস্থ্য বিভাগ থেকে জরুরি অনুমতি পাওয়ার পরই এই বিশেষ বিমানটি চিনের উদ্দেশ্যে রওনা দেবে।

‌চিন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে মুম্বইয়ে প্রস্তুত এয়ার ইন্ডিয়ার বিমান


সরকারের এই নির্দেশকে বিভিন্ন মন্ত্রক অনুসরণ করবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, '‌আমরা যখনই সরকারের কাছ থেকে ইঙ্গিত পাব, চিনে ভারতীয়দের উদ্ধারের জন্য মুম্বই থেকে বোয়িং ৭৪৭–৪০০ বিমান প্রস্তুত রেখেছি।’‌ ২৫০ জন ভারতীয়কে চিন থেকে এ দেশে নিয়ে আসতে হবে। সূত্র মারফত জানা গিয়েছে, '‌বিদেশ মন্ত্রক ও স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় রয়েছি। স্বাস্থ্য মন্ত্রকের অনুমোদনের প্রয়োজন কারণ অপারেটিং ক্রিউদের একটি ভাইরাসের প্রভাবিত অঞ্চলে উড়তে হবে।’‌

বিগত কিছুদিন ধরেই চিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যৃ হয়েছে ৮২ জনের। ক্রমশই আক্রান্তের সংখ্যা বাড়ছে। যার জেরে চিন্তায় পড়েছে চিনে বসবাসরত ভারতীয়দের পরিবার। পরিসংখ্যান বলছে, ভারত থেকে চিনে ডক্টরেট করতে যায় দেশের ছাত্রদের একটা বড় অংশ। ইউহান প্রদেশে করোনোভাইরাসের আতঙ্কে বর্তমানে যাঁরা গৃহবন্দী। সোমবার মন্ত্রীসভায় এ নিয়ে বৈঠকের পর সরকার সিদ্ধান্ত নেয় যে ইউহান প্রদেশ থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

English summary
Flag carrier Air India has kept one of its 423-seater jumbo plane ready in Mumbai for the evacuation of Indian citizens from Wuhan province in China in the wake of Cornovirus outbreak in the East Asian country, an official source said on Tuesday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X