For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পোখরানে বায়ুসেনার অনুশীলন! নির্দিষ্ট লক্ষ্যে হানল আঘাত

অন্যতম বড় অনুশীলনে অংশ নিল ভারতীয় বায়ু সেনা। শনিবার রাজস্থানের পোখরানে এই অনুশীলন সম্পন্ন হয়। ছিল ১৪০ টি যুদ্ধ বিমান, অ্যাটাক হেলিকপ্টার অনুশীলনে অংশ নেয়।

  • |
Google Oneindia Bengali News

অন্যতম বড় অনুশীলনে অংশ নিল ভারতীয় বায়ু সেনা। শনিবার রাজস্থানের পোখরানে এই অনুশীলন সম্পন্ন হয়। ছিল ১৪০ টি যুদ্ধ বিমান, অ্যাটাক হেলিকপ্টার অনুশীলনে অংশ নেয়। কাশ্মীরে স্বাধীনতার পরে সব থেকে বড় জঙ্গি হামলার দুদিনের মধ্যে এই অনুশীলন যথেষ্টই বার্তাবহ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

বায়ু সেনা প্রধানের বার্তা

বায়ু সেনা প্রধানের বার্তা

বায়ু সেনার প্রধান বিএস ধানোয়া বলেছেন, বায়ুসেনা উপযুক্ত জবাব দেওয়ার জন্য তৈরি। বায়ু শক্তির উদ্বোধনী দিনে তিনি অবশ্য পাকিস্তান কিংবা পুলওয়ামা হামলার কথা উল্লেখ করেননি। জাতীয় সুরক্ষায় চ্যালেঞ্জ গ্রহণ করতে তৈরি বায়ুসেনা জানিয়েছেন তিনি।

বায়ু শক্তির উদ্দেশ্য

বায়ু শক্তির উদ্দেশ্য

সূত্রের খবর অনুযায়ী, বায়ু সেনা যে কতটা তৈরি, কতটা নিখুঁত লক্ষে তারা আঘাত হানতে সক্ষম, তা সবার সামনে তুলে ধরতেই এই অনুশীলন। যা করা হয়েছে খুব কম সময়ের নোটিশে। এদিন অনুশীলনে অংশ নিয়েছিল লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস, অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র আকাশ
এবং আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র অস্ত্র।

পুলওয়ামায় হামলার পর মোদীর বার্তা

পুলওয়ামায় হামলার পর মোদীর বার্তা

বৃহস্পতিবার পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি বিস্ফোরণে উড়িয়ে দেয় সিআরপিএফ-এর বাস। মারা যান ৪০ জন জওয়ান। প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, সেনাবাহিনীকে প্রত্যুত্তর দিতে প্রয়োজনীয় স্বাধীনতা দেওয়া হয়েছে।

 অনুষ্ঠানে সেনাপ্রধান, সচিন

অনুষ্ঠানে সেনাপ্রধান, সচিন

অনুশীলনে মিগ-২৯ যুদ্ধ বিমান ছাড়াও সুখোই ৩০, মিরাজ ২০০০, জাগুয়ার, মিগ ২১, বাইসন, মিগ ২৭, আইএল ৭৮, এএন-৩২ অংশ নেয়। অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত-সহ সমর বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন সাম্মানিক গ্রুপ ক্যাম্পেট প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরও উপস্থিত ছিলেন সেখানে।

( ছবি সৌজন্য: পিটিআই)

English summary
Air Force Jets, Helicopters Destroy Targets In Mega Exercise Vayu Shakti In Rajasthan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X