For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৈরি হবে ওয়েপন সিস্টেম ব্রাঞ্চ - মহিলা অগ্নিবীর নিয়োগ, বায়ুসেনা দিবসে বড় ঘোষণা এয়ার চিফ মার্শালের

তৈরি হবে ওয়েপন সিস্টেম ব্রাঞ্চ - মহিলা অগ্নিবীর নিয়োগ, বায়ুসেনা দিবসে বড় ঘোষণা এয়ার চিফ মার্শালের

Google Oneindia Bengali News

বায়ু সেনা দিবসে একের পর এক বড় ঘোষণা করলেন বায়ু সেনা প্রধান ভিআর চৌধুরী। তিনি জািনয়েছেন মোদী সরকার বায়ু সেনায় ওয়েপন সিস্টেম ব্রাঞ্চ তৈরি করার অনুমোদন দিয়েছেন। সেই সঙ্গে বায়ুসেনায় মহিলা অগ্নিবীরও নিয়োগ করা হবে বলে ঘোষণা করেছেন তিনি। ডিসেম্বর থেকেই ৩০০০ অগ্নিবীর বায়ুর প্রশিক্ষণ শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।

বায়ুসেনা দিবস

বায়ুসেনা দিবস

শনিবার চণ্ডীগড়ে বায়ু সেনার ঘাঁটিতে হয়ে গেল বায়ুসেনা দিবসের উদযাপন। একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে বায়ুসেনা ঘাঁটিতে হয়েছে উদযাপন। একাধিক দুর্ধর্ষ যুদ্ধ বিমান নিয়ে এয়ার শো করেন। চণ্ডীগড়ে বায়ুসেনা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলে বায়ুসেনা প্রধান। তাঁর উপস্থিতিতে একাধিক বায়ুসেনার অফিসাররা প্রদর্শণ করেন। এই অনুষ্ঠান েথকেই এক গুচ্ছ ঘোষণা করেন বায়ুসেনা প্রধান ভিআর চৌধুরী। তিনি বায়ুসেনার নতুন ইউনিফর্মের উদ্বোধন করেন।

বায়ুসেনা প্রধানের বিশেষ ঘোষণা

বায়ুসেনা প্রধানের বিশেষ ঘোষণা

এদিন বায়ুসেনা প্রধান ঘোষণা করেন মোদী সরকার বায়ুসেনায় ওয়েপন সিস্টেম ব্রাঞ্চ তৈরির অনুমোদন দিয়েছে। এতে ৩৪০০ কোটি টাকা বাঁচানো যাবে বলে জানিয়েছেন তিিন। তাতে বায়ুসেনার অফিসারদের বায়ুসেনার সব রকমের অত্যাধুনিক অস্ত্রের প্রশিক্ষণ দেওয়া হবে। সেখানে ভূমি থেকে ভূমি এবং ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপন, রিমোর্টের সাহায্যে উড়ান চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে। সেই সঙ্গে একাধিক ত্রু নিয়ে যুদ্ধ বিমান চালানোর প্রশিক্ষণ দেয়া হবে।

মহিলা অগ্নিবীর নিয়োগ

মহিলা অগ্নিবীর নিয়োগ

এদিন বায়ু সেনা প্রধান আরেকটি বড় ঘোষণা করেছেন। তিনি বলেছেন বায়ু সেনাতে মহিলা অগ্নিবীর নিয়োগ করা হবে। ২০২৩ সাল থেকেই মহিলা অগ্নিবীর দের প্রশিক্ষণ দিতে শুরু করবে বায়ুসেনা। ডিসেম্বরেই এক দল অগ্নিবীরের প্রশিক্ষণ শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। মোদী সরকারের এই অগ্নিবীর প্রকল্পের বিরোধিতায় গোটা দেশে তুমুল শোরগোল পড়ে গিয়েছিল। গোটা দেশে এক প্রকার ক্ষোভের আগুন জ্বলেছিল। তার পরে আবার বায়ুসেনায় মহিলা অগ্নিবীর নিয়োগ করার ঘোষণায় নতুন করে উত্তেজনা ছড়াতে পারে।

বায়ুসেনার নতুন ইউনিফর্ম

বায়ুসেনার নতুন ইউনিফর্ম

এদিন বায়ুসেনার নতুন ইউনিফর্মেরও উদ্বোধন করেন তিিন। নতুন সাজে বায়ুসেনাকে সাজানো হয়েছে। একে বারে অত্যাধুনিক ডিজাইনের তৈরি করা হয়েছে এই বায়ুসেনার ইউনিফর্ম। শত্রুপক্ষের মোকাবিলায় িনজেদের যাতে সহজে ক্যামোফ্লেজ করে রাখতে পারে তার জন্য বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে এই ইউনিফর্মটি। আগের ইউনিফর্মের থেকে অনেক বেশি হাল্কা এবং দীর্ঘক্ষণ পরে থাকা যায় এই ইউনিফর্ম।

English summary
Air Chief said many things in Air Force day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X