For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৬০০ টাকায় টিকিট কেটে উঠে পড়ুন বিমানে!

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

বিমান
মুম্বই, ২৬ অগস্ট: আবার চমক দিল এয়ার এশিয়া। কোনও রুটে ৬০০ টাকা আবার কোনও রুটে ৯০০ টাকায় টিকিট বিক্রি শুরু করল তারা! বিমান চাপতে যাদের সাধ আছে কিন্তু সাধ্যে কুলোয় না, তারা এই সুযোগ অনায়াসে নিতে পারেন।

আরও পড়ুন: লক্ষ্য পুজো মরশুম, ন্যূনতম ১৮৮৮ টাকায় টিকিট বিক্রি স্পাইস জেটের
আরও পড়ুন: ১০০ টাকায় টিকিট বিক্রি এয়ার ইন্ডিয়ার, অফার ৩১ অগস্ট পর্যন্ত

মালয়েশিয়ার এয়ার এশিয়া এখন ভারতের ঘরোয়া আকাশেও শুরু করেছে পরিষেবা দেওয়া। কিছুদিন আগে ব্যাঙ্গালোর থেকে গোয়া ৯৯৯ টাকায় টিকিট বিক্রি করেছিল তারা। এ বার এই রুটে তারা টিকিট বিক্রি শুরু করল ৯০০ টাকায়। ব্যাঙ্গালোর থেকে চেন্নাই ও কোচি টিকিটের দাম ধার্য হয়েছে ৬০০ টাকা। ব্যাঙ্গালোর থেকে চণ্ডীগড় ও জয়পুর যেতে দিতে হবে ১৯০০ টাকা। প্রসঙ্গত, চণ্ডীগড় ও জয়পুর পর্যন্ত এদের উড়ান চালু হচ্ছে আগামী ৫ সেপ্টেম্বর।

তবে মনে রাখতে হবে, ৩১ অগস্ট পর্যন্ত বুকিংয়ে এই ছাড় মিলবে। আর যাত্রায় সময়সীমা হতে হবে চলতি বছরের ২৬ অক্টোবর থেকে ২০১৫ সালের ২৪ অক্টোবর। পরে যাত্রা বাতিল করলে এই টাকা ফেরত পাওয়া যাবে না। অর্থাৎ নন রিফান্ডেবল। এয়ার এশিয়ার এই ভাড়া অন্যান্য বিমান সংস্থাগুলির চেয়ে অন্তত ৩৫ শতাংশ কম।

English summary
Air Asia offers fares for as low as Rs 600
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X