For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাস নিয়ে ভুয়ো তথ্য ছড়ানোর দায়ে গ্রেফতার এআইএমআইএম নেতা

Google Oneindia Bengali News

করোনা ভাইরাস নিয়ে মিথ্যা খবর ছড়ানোর দায়ে উত্তরপ্রদেশে গ্রেফতার করা হল এক এআইএমআইএম নেতাকে। জানা গিয়েছে প্রয়াগরাজ জেলার পার্টি প্রেসিডেন্ট মনসুর আলমকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা নিয়ে মিথ্যা ছড়ানোর দায়ে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

সরকারি হিসাবে ৬৫০ জন এখনও পর্যন্ত আক্রান্ত

সরকারি হিসাবে ৬৫০ জন এখনও পর্যন্ত আক্রান্ত

মনসুরের বিরুদ্ধে অভিযোগ, সোশ্যাল মিডিয়াতে করোনা ভাইরাস নিয়ে একটি পোস্ট করেন তিনি। সেখানেই তিনি দাবি করেন যে দেশে ইতিমধ্যেই নাকি ৫০ হাজার জন এই সংক্রমণে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। যদিও বা সরকারি হিসাবে মাত্র ৬৫০ জন এখনও পর্যন্ত আক্রান্ত বলে জানা গিয়েছে।

উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত ৩৭ জনের শরীরে করোনা

উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত ৩৭ জনের শরীরে করোনা

এদিকে উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত ৩৭ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। এদের মধ্যে ১১ জন ইতিমধ্যেই সেরে উঠেছে। তবে এই পরিস্থিতিতে মানুষের মনে ভয় জন্ম দিতে যেভাবে মনসুর এই পোস্ট করেছেন তার নিন্দা জানানো হয়েছে বিভিন্ন মহলে।

দেশ জুড়ে ২১ দিনের জন্য লকডাউন

দেশ জুড়ে ২১ দিনের জন্য লকডাউন

এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে কঠোর হয়েছে সরকার। সারা দেশ জুড়ে ২১ দিনের জন্য লকডাউনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই পরিস্থিতিতে সব থেক বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে দিনমজুররা। দেশে অসংগঠিত কাজের সঙ্গে যুক্ত ৩৯ কোটি ১৪ লক্ষ মানুষ। করোনা লকডাউনের ক্ষেত্রে এদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। সেই পরিস্থিতি সামাল দিতেই বিভিন্ন রাজ্য সরকারের মতো উত্তরপ্রদেশও বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।

দিনমজুরদের জন্য ১০০০ টাকা করে অনুদান

দিনমজুরদের জন্য ১০০০ টাকা করে অনুদান

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দিনমজুরদের জন্য ১০০০ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন ইতিমধ্যেই। করোনা সংকটের মধ্যে সেই রাজ্যের গরিবদের জন্য ঘোষণা করেছেন ২৩৫ কোটি টাকার তহবিলের।

আর্থিক সংকটে দেশ

আর্থিক সংকটে দেশ

করোনা ভাইরাসের জেরে প্রবল আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন গরিব মানুষ। একাধিক ক্ষেত্রে কাজ বন্ধ হয়ে যাওয়ায় প্রায় অধিকাংশ দিনমজুর এবং নির্মাণকর্মী কর্মহীন হয়ে পড়েছেন। উত্তর প্রদেশের প্রায় ১৫ লাখ দিন মজুর এবং ২০.৩৭ লাখ নির্মাণ শ্রমিকদের ১০০০ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার কথা ধোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে। এদিকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই ৫ লাখের বেশি দিনমজুরের। এই পরিস্থিতিতে তাদের সাহায্য করতে প্রশাসনকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।

English summary
AIMIM leader arrested in uttarpradesh for faking news about coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X