For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী-রাহুলকে চ্যালেঞ্জ ওয়াইসির! সমর্থকদের যা বললেন হায়দরাবাদের এই নেতা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন হায়দরাবাদের সাংসদ এবং এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। গণধোলাই, সার্জিক্যাল স্ট্রাইক এবং আসন্ন নির্বাচন নিয়ে এই আক্রমণ চালান

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন হায়দরাবাদের সাংসদ এবং এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। গণধোলাই, সার্জিক্যাল স্ট্রাইক এবং আসন্ন নির্বাচন নিয়ে এই আক্রমণ চালান আসাদুদ্দিন ওয়াইসি। একইসঙ্গে প্রধানমন্ত্রী মোদী, বিজেপি এবং সভাপতি অমিত শাহকে হায়দরাবাদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি।

 মোদী-রাহুলকে চ্যালেঞ্জ ওয়াইসির! সমর্থকদের যা বললেন হায়দরাবাদের এই নেতা

এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, সবাই হায়দরাবাদ আসনটি দখল করতে চায়। সেই জন্য এআইএমআইএম-এর সঙ্গে প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহকে লড়াই করার চ্যালেঞ্জ জানাচ্ছেন তিনি। একইসঙ্গে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেসকেও একই চ্যালেঞ্জ জানিয়েছেন ওয়াইসি। তিনি বলেন, দুদল একসঙ্গে লড়াই করলেও এআইএমআইএমকে তারা পরাজিত করতে পারবে না।

হায়দরাবাদে দলীয় এক সভায় এই চ্যালেঞ্জ জানিয়েছেন আসাদুদ্দিন ওয়াইসি। নানা ইস্যুতে বিজেপি ও কংগ্রেসকে চ্যালেঞ্জ করে তাঁর বক্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

এর আগেও কেন্দ্রের মোদী সরকারের কড়া সমালোচনা করেছিলেন আসাদুদ্দিন। জাদুকর পিসি সরকারের সঙ্গে তুলনা করেছিলেন নরেন্দ্র মোদীকে। তিনি বলেছিলেন, শীঘ্রই মোদী টিভি শোতে আসবেন এবং টুপি থেকে খরগোশ বের করবেন। তাঁর টিভি শো ভাল টিআরপি পাবে বলেও কটাক্ষ করেছিলেন ওয়াইসি।

বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে ২৫ জুন কালা দিবস পালন করে এআইএমআইএম। যদিও দিনটির অন্য গুরুত্ব রয়েছে। এই দিনেই ১৯৭৫-এ সারা দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। ওয়াইসি বলেন, দেশের মানুষকে কিছু ঘটনা ভুলে গেলে চলবে না। তার মধ্যে রয়েছে মহাত্মা গান্ধীর হত্যা, বাবরি মসজিদ ধ্বংস, গুজরাত দাঙ্গা, শিখ বিরোধী দাঙ্গা। যে সব ঘটনা ঘটেছিল স্বাধীন ভারতে।

English summary
AIMIM chief Asaduddin Owaisi throws open challenge to PM Narendra Modi and Congress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X