For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তেলঙ্গানায় এনকাউন্টারে মৃত ধর্ষকদের দ্বিতীয়বার ময়নাতদন্তে বিশেষ টিম গঠন এইমসে

তেলঙ্গানায় পশু চিকিৎসককে ধর্ষণের ঘটনায় ধৃতদের দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য বিশেষ টিম পাঠাল এইমস। গণধর্ষণের ঘটনায় এনকাউন্টারে চার ধর্ষকের মৃত্যু হয়েছিল।

Google Oneindia Bengali News

তেলঙ্গানায় পশু চিকিৎসককে ধর্ষণের ঘটনায় ধৃতদের দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য বিশেষ টিম পাঠাল এইমস। গণধর্ষণের ঘটনায় এনকাউন্টারে চার ধর্ষকের মৃত্যু হয়েছিল। তাদের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে তেলঙ্গানা হাইকোর্ট। তারপরেই তেলঙ্গানার বিশেষ মুখ্যসচিব এইমের কাচে বিশেষ ফরেন্সিক দল চেয়েছিলেন। সেই অনুরোধে সাড়া দিয়েই তিন সদস্যের বিশেষ ফরেন্সিক দল হায়দরাবাদে পাঠিয়েছে এইমস। এই দলে রয়েছে ফরেন্সিক িবভাগের প্রধান ডাক্তার সুধীর গুপ্তা, ডাক্তার আদর্শ কুমার এবং ডাক্তার অভিষেক যাদব।

তেলঙ্গানায় এনকাউন্টারে মৃত ধর্ষকদের দ্বিতীয়বার ময়নাতদন্তে বিশেষ টিম গঠন এইমসে

দ্বিতীয়বার দেহের ময়নাতদন্ত খুব কমই হয়ে থাকে। সেজন্য অত্যন্ত ঠান্ডা জায়গায় দেহ সংরক্ষণ করে রাখতে হয়। আগামী ২৩ ডিসেম্বর সকাল ৯টায় হায়দরাবাদের গান্ধী হাসপাতালে হবে দ্বিতীয় দফার ময়নাতদন্ত। গত ৬ ডিসেম্বর হায়দরাবাদ পুলিসের হাতে এনকাউন্টারে মারা যায় চার অভিযুক্ত। তারপরেই এই এনকাউন্টার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। সত্যিই তারা পালানোর চেষ্টা করছিল না পুলিস পুরো ঘটনা সাজিয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তারপরেই মামলা আদালতে ওঠে। সেই মামলাতেই দ্বিতীয়বার অভিযুক্তদের দেহ ময়নাতদন্তের নির্দেশ েদয় তেলঙ্গানা হাইকোর্ট।

পশু চিকিৎসক তরুণীকে গণধর্ষণের পর তাঁকে হত্যা করে দেহ পুড়িয়ে দিয়েছিল ধর্ষকরা। ঘটনার পরেই উত্তেজনা ছড়ায় গোটা দেশে। হায়দরাবাদ পুলিেসর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ঘটনার পরেই গ্রেফতার করা হয় চার অভিযুক্তকে। ঘটনার পুনর্নির্মান করার জন্য পুলিস তাদের ঘটনাস্থলে নিয়ে গেলে পালানোর চেষ্টা করে তারা। তখনই পুলিসের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় চার অভিযুক্তের।

২০২১-এর লক্ষেই পরিকল্পনা মমতার! পুরনো নেত্রী বিরুদ্ধে নানা অভিযোগ লকেটের২০২১-এর লক্ষেই পরিকল্পনা মমতার! পুরনো নেত্রী বিরুদ্ধে নানা অভিযোগ লকেটের

English summary
AIIMS form special team for second time autopsy of Telengana rape accused
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X