পিকে-র বিরুদ্ধে অমিত শাহের 'আত্মঘাতী গোল'? একুশের আগে 'বেসুরো' শরিক নিয়ে চিন্তায় বিজেপি
কয়েকদিন আগেই চেন্নাই গিয়ে তামিলনাড়ুতে জোট নিয়ে চূড়ান্ত রূপরেখা তৈরি করে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের উপস্থিতিতেই এআইএডিএমকে ঘোষণা করেছিল যে আগামী বছরের বিধানসভায় বিজেপির সঙ্গে জোট অটুট থাকতে চলেছে তাদের। তবে ক্ষমতা হারানোর ভয়ে এবার বিজেপিকে পাল্টা হুমকি এআইএডিএমকে সাংসদ।

বিজেপিকে হুঁশিয়ারি
এআইএডিএমকে সাংসদ তথা দলের ডেপুটি কোঅর্ডিনেটর কেপি মুনুস্বামী এদিন বলেন, বিজেপি যদি তামিলনাড়ুতে সিনিয়র জোট সঙ্গী হওয়ার চেষ্টা করে, তাহলে কোনও সর্বভারতীয় দলের সঙ্গে তারা জোট গড়বে না। উল্লেখ্য, কয়েকদিন আগেই অরুণাচলপ্রদেশে বিজেপির শরিক দল জেডিইউ-র বিধায়করা বিজেপিতে যোগ দেন। এরপরই দলের শক্তি ক্ষয়ের ভয় পাচ্ছে এআইএডিএমকে।

দূরত্ব বেড়েছিল দুই শরিক দলের
প্রসঙ্গত, গত কয়েক মাসে বিভিন্ন ক্ষেত্রে দূরত্ব বেড়েছিল দুই শরিক দলের। এরই মাঝে বিভিন্ন রাজ্যে শরিকদের হারিয়েছে বিজেপি। এরই মাঝে এই জোট অটুট রাখতে পারা বিজেপির কাছে এক বড় জয় হিসাবে দেখা হচ্ছিস। তবে অমিত শাহের সফরকালে তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী পনিরসেলভাম নিজে বিজেপি-এআইএডিএমকে জোট অটুট থাকার ঘোষণা করেন।

ধীরে চলা নীতি নিয়েছে বিজেপি
বিজেপি তামিলনাড়ুকে পাখির চোখ করলেও সেখানে ধীরে চলা নীতি নিয়েছে। ২০২১ সালের নির্বাচনে বিজেপি তাই এআইএডিএম-কে সঙ্গে নিয়েই লড়তে চাইছে। তবে পরবর্তীতে ২০২৬ সালের নির্বাচনকে মাথায় রেখে তামিল রাজনীতিতে পদ্ম ফোটাতে উদ্যত গেরুয়া শিবির।

ড্যামেজ কন্ট্রোলে নেমেছে প্রশান্তের সংস্থা
বাংলায় যেভাবে তৃণমূলে ভাঙন রুখতে ব্যর্থ হচ্ছেন প্রশান্ত কিশোর, সেই একই ভাবে, তামিলনাড়ুতেও ব্যর্থ টিম পিকে। সেরাজ্যে ডিএমকে প্রধান স্ট্যালিনের দাদা এমকে আলিগিরি ডিএমকে ছাড়েন। শূত্রের খবর, অরুণাচলের ঘটনাকে সামনে রেখে বিজেপির শরিক এআইডিএমকের মনে সংশয় ঢুকিয়ে দিয়ে ড্যামেজ কন্ট্রোলে নেমেছে প্রশান্তের সংস্থা।

ভেত্রি ভেল যাত্রা ঘিরে বিবাদ
উল্লেখ্য, সম্প্রতি 'ভেত্রি ভেল যাত্রা' নিয়ে এডিএমকে-র সঙ্গে বিজেপির সংঘাত বাধে। বিজেপি ৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত মুরুগা দেবের আরাধনায় ভেত্রি ভেল যাত্রা করতে চেয়েছিল। কোভিড সংকটের মধ্যে এআইএডিএমকে সরকার সেই যাত্রার অনুমতি দেয়নি। বিজেপি তখন অভিযোগ করে, কোনও কোনও দল হিন্দুবিরোধী মানসিকতা থেকে এই যাত্রায় বাধা দিয়েছে। তবে অমিত শাহর সফরে সেই বিতর্কে জল ঢালতে সম্ভব হন। তবে ফের নতুন করে জোট সঙ্গীর মনে সন্দেহের জন্ম নিয়েছে। তাতেই বেঁধেছে বিপত্তি।

পিকে-র বদলি পেতেই অবসরে নীতীশ! জেডিইউ-র নয়া সভাপতি ঘিরে জল্পনা তুঙ্গে