কেন্দ্রে রয়েছে এক শরিকের সমর্থন, রাজ্যে চাই অন্য শরিক! রাজ্য বিজেপি সহ সভাপতির আজব দাবি
কেন্দ্রে রাজ্যের এক আঞ্চলিক দল মোদী সরকারকে সমর্থন করছে। বলা ভাল তাদের সঙ্গে জোট রয়েছে। কিন্তু রাজ্য বিজেপির সহ-সভাপতি সেই রাজ্য থেকেই অপর দলের নেতাকে সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করে দিলেন। এমনই পরিস্থিতি তামিলনাড়ুতে। রাজ্য বিজেপি সহ সভাপতি বিটি আরাসাকুমার রবিবার এমকে স্ট্যালিনকে রাজ্যের সম্ভাব্য পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করে দিয়েছেন।

তারা এমকে স্ট্যালিনকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পদেই দেখতে চান। এমনটাই জানিয়েছেন রাজ্য বিজেপির সহ সভাপতি। যাঁরা অপেক্ষা করতে চান, তারা দেখতেই পাবেন স্ট্যালিনই পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন। তামিলনাড়ুতে এমজি রামচন্দ্রনের মুখ্যমন্ত্রিত্বের পর এমকে স্ট্যালিনই সক্ষম মুখ্যমন্ত্রী হতে পারবেন বলেও মন্তব্য করেছেন বিজেপি নেতা। এক অনুষ্ঠানে এমকে স্ট্যালিনের উপস্থিতিতেই এই মন্তব্য করেন তিনি।
তামিলনাড়ুতে ডিএমকে হল কংগ্রেসের সঙ্গী। আর তাদের রাজনৈতিক বিরোধী এআইএডিএমকে কেন্দ্রে এনডিএ-র শরিক।
রাজ্য বিজেপির সহ সভাপতি বলেছেন, সাধারণ মানুষ ভবিষ্যতের মুখ্যমন্ত্রীর কথা বলেন। সেই পদের জন্য স্ট্যালিন যোগ্য বলেও মন্তব্য করেছেন তিনি। তবে তার জন্য গণতন্ত্রে জন সমর্থন নিতে হবে।