For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একদিন পর আজ তামিলনাড়ুতে মাদার'স ডে পালন!

  • |
Google Oneindia Bengali News

চেন্নাই, ১১ মে : মে মাসের দ্বিতীয় রবিবারটা সাধারণভাবে আন্তর্জাতিক মাদার'স ডে পালন করা হয়। গতকাল অর্থাৎ রবিবার ছিল সেই দিন। সারা ভারতে গতকাল ছেলে-মেয়েরা তাঁদের প্রিয় মা-কে মাদার'স ডে-র শুভেচ্ছা জানিয়েছেন। যাঁরা দূরে রয়েছেন তাঁরাও ফোন করে বা স্যোশাল নেটওয়ার্কিং সাইটে মা-কে ভালোবাসা উজার করে দিয়েছেন।

ভারতে সামগ্রিক চিত্রটা ছিল মোটের উপর এরকমই। তবে তামিলনাড়ুই সম্ভবত একমাত্র জায়গা যেখানে গতকাল মাদার'স ডে পালন করা হয়নি। তা সাড়ম্বরে পালন করা হল আজ।

একদিন পর আজ তামিলনাড়ুতে মাদার'স ডে পালন!


উপলক্ষ্য, আজ হিসাব বহিঃর্ভূত সম্পত্তি মামলায় কর্ণাটক হাইকোর্টে বেকসুর খালাস পেয়েছেন এআইএডিএমকে নেত্রী তথা তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতা। তাঁকে 'আম্মা' বলে ডাকেন তাঁর ভক্তরা। যার বাংলা অর্থ 'মা'। ফলে মা কারাদণ্ডের সাজা থেকে একেবারে বেকসুর খালাস পাওয়ায় আনন্দ বাঁধ ভেঙেছে সমর্থকদের মধ্যে।

এদিন জয়ললিতার মুক্তির খবর তামিলনাড়ুতে ছড়িয়ে পড়তেই দিকে দিকে উল্লাস দেখাতে শুরু করেন আম্মা ভক্তরা। বিশেষ করে মহিলারা জড়ো হয়ে আনন্দে মাতোয়ারা হন। তাঁদের মধ্যেই একজন বলেন, "আজই আমাদের মাদার'স ডে। উনি আমাদের আম্মা। উনিই সর্বেসর্বা। আম্মা আজ মুক্তি পেয়েছেন। তাই আমাদের কাছে আজই মাদার'স ডে।" বাকী মহিলারাও একই কথা বলে ওঠেন।

প্রসঙ্গত, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতাকে হিসাব বহির্ভূত সম্পত্তি মামলায় গত বছরের সেপ্টেম্বরের ২৭ তারিখ চার বছরের কারাদণ্ডের সাজা দেয় আদালত। সঙ্গে আর্থিক জরিমানাও করা হয়। এর ২০ দিন পর ১৭ অক্টোবর সুপ্রিম কোর্টে আবেদনের ভিত্তিতে জামিন পান জয়ললিতা যার মেয়াদ এপ্রিলের শেষ অর্ধে ফের একবার বাড়ে। এরপর এদিন কর্ণাটক হাইকোর্ট জয়ললিতাকে হিসাব বহিঃর্ভূত সম্পত্তি মামলায় বেকসুর খালাস বলে ঘোষণা করে।

English summary
AIADMK supporters celebrating Mother's Day today for 'Amma'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X