For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এআইএডিএমকে-র নয়া সুপ্রিমো নির্বাচিত হলেন চিনাম্মা শশীকলা নটরাজন

আগে থেকেই বোঝা গিয়েছিল কী হতে চলেছে। হলও তাই। বৃহস্পতিবার এআইএডিএমকে-র সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতা ঘনিষ্ঠ শশীকলা নটরাজন।

Google Oneindia Bengali News

চেন্নাই, ২৯ ডিসেম্বর : আগে থেকেই বোঝা গিয়েছিল কী হতে চলেছে। হলও তাই। বৃহস্পতিবার এআইএডিএমকে-র সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতা ঘনিষ্ঠ শশীকলা নটরাজন। এদিন দলের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ৫ ডিসেম্বর এআইএডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা ওরফে আম্মার মৃত্যুর পর থেকেই এই পদ শূন্য হয়ে পড়েছিল।

এআইএডিএমকে-র নয়া সুপ্রিমো নির্বাচিত হলেন চিনাম্মা শশীকলা নটরাজন

দলের সিদ্ধান্ত 'চিনাম্মা' গ্রহণ করেছেন বলে জানিয়েছেন তামিলনাড়ুর নয়া মুখ্যমন্ত্রী ও পন্নিরসেলবম। আগামী বছরের ২ জানুয়ারি থেকে সরকারি ভাবে দলের দায়িত্ব গ্রহণ করছেন চিনাম্মা।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন না শশীকলা। তবে আজকের বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে তা চিনাম্মার কাছেও অপ্রত্যাশিত কিছু ছিল না।

আজ চেন্নাইয়ের ভানাগারামের শ্রী ভারু কল্যাণম মণ্ডপমে অনুষ্ঠিত এআইএডিএমকে-র সাধারণ বার্ষিক সভায় দলের সাধারণ সম্পাদক হিসেবে শশীকলাকে নির্বাচিত করার জন্য সর্বসম্মতভাবে প্রস্তাব গৃহীত হয়েছে। সেই সঙ্গে এই বৈঠক থেকে সদ্য প্রয়াত জয়ললিতাকে নোবেল পুরস্কার দেওয়ার দাবিও তোলেন দলের নেতা-কর্মীরা।

English summary
AIADMK Makes It Official - 'Chinamma' Sasikala Natarajan Will Be Party Chief
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X