For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌‘‌নমস্তে ট্রাম্প’‌–এর জন্য প্রস্তুত আহমেদাবাদ, পুলিশ–প্রশাসন শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে

‌‘‌নমস্তে ট্রাম্প’‌–এর জন্য প্রস্তুত আহমেদাবাদ, পুলিশ–প্রশাসন শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে

Google Oneindia Bengali News

সোমবার ভারত সফরে আসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। দিল্লিতে প্রধান অনুষ্ঠান থাকলেও এই দু’‌দিনের সফরকালে ট্রাম্প দেশের দুই শহর ঘুরতে চান। যার মধ্যে আহমেদাবাদ ও আগ্রা রয়েছে। গুজরাটের আহমেদাবাদ শহর আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খুব কাছের শহর। তাই স্বাভাবিকভাবেই এই শহরে মার্কিন প্রেসিডেন্ট আসার খবর শুনেই পুলিশ–প্রশাসন তটস্থ হয়ে রয়েছেন। শহরকে ঢেলে সাজাতে ব্যস্ত রাজ্য সরকার। ট্রাম্পের অভ্যর্থনায় যেন কোনও ত্রুটি না থাকে।

কড়া নিরাপত্তায় মোড়া আহমেদাবাদ শহর

কড়া নিরাপত্তায় মোড়া আহমেদাবাদ শহর

এয়ারপোর্ট সার্কেল রোড থেকে চার কিমি দূরে বসে এক শীর্ষ পুলিশ আধিকারিক তাঁর ডেস্কটপের স্ক্রিন থেকে এই রাস্তার ওপর নজরদারি চালাচ্ছেন। এখান থেকেই কন্ট্রোল রুম ও আহমেদাবাদ সিটি পুলিশকে নির্দেশ দিচ্ছেন। আচমকাই একটি অটো রাস্তার ভুল দিকে পার্ক করা দেখে তিনি তৎক্ষণাত রেডিও মেসেজে তা ট্রাফিককে জানান। ট্রাফিক কনস্টেবল সেখানে গিয়ে অটোটা সরিয়ে নিতে বলেন চালককে। অটোটি সরে যেতেই স্বস্তি পুলিশের। এভাবেই চলছে পুলিশি নজরদারি। ১৮০ ডিগ্রি ঘুরিয়ে সিসি ক্যামেরার নজর দিয়েই পুলিশ আধিকারিক তাঁর কম্পিউটারের মাউসের মাধ্যমে গোটা এয়ারপোর্ট রোডের দিকে নজরদারি চালাচ্ছেন। ভিভিআইপি আসতে চলেছে আহমেদাবাদ শহরে।

ট্রাম্প আহমেদাবাদ শহরে সম্ভবত দুপুরের দিকে আসবেন বলে জানা গিয়েছে। বিমানবন্দর থেকেই তিনি সোজা চলে যাবেন সর্দার বল্লভভাই প্যাটেল তথা মোতেরা স্টেডিয়ামে। এখানে ‘‌নমস্তে ট্রাম্প'‌ অনুষ্ঠানে যোগ দেবেন ট্রাম্প ও মোদী। ২০১৯ সালের সেপ্টেম্বরে হস্টনে ‘‌হাউডি মোদী'‌ অনুকরণে ট্রাম্পের জন্য এই অনুষ্ঠান। আহমেদাবাদ সিটি পুলিশ প্রধানের দপ্তরের বাইরে তৈরি রয়েছে পুলিশ কন্ট্রোল রুম (‌পিসিআর)‌ ভ্যান, অশান্তি পরিস্থিতি নিয়ন্ত্রণ করার যান ও র‌্যাপিড অ্যাকশন ফোর্স (‌র‌্যাফ)‌ বাস। ২০ পিসিআর ভ্যান সহ ট্রাম্পের কনভয় ইন্দিরা সেতুর ওপর দিয়ে যাবে, তা বিমানবন্দর থেকে কিছু কিলোমিটার দূরে। শুক্রবার দেখা গেল এক শীর্ষ মহিলা পুলিশ অফিসার তাঁর অধীনস্ত কর্মীদের নির্দেশ দিচ্ছেন, অন্যদিকে র‌্যাফের কর্মীরা পরনে নাল রঙের ইউনিফর্ম পরে অন্য পুলিশ কর্মীদের সঙ্গে টহলদারি ও ফ্ল্যাগ মার্চ করছেন সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন আবাসিক জায়গাগুলিতে। ইতিমধ্যেই আমেরিকার গোপন পরিষেবা, বিশেষ সুরক্ষা দল (‌এসপিজি)‌ ও জাতীয় সুরক্ষা গার্ডস (‌এনএসজি)‌ শহরে চলে এসেছে এবং স্থানীয় পুলিশে সঙ্গে সহযোগিতা করছে। বৃহস্পতিবার গোপন পরিষেবার আধিকারিকরা কালো পোশাক পরে সবরমতী আশ্রম, মোতেরা স্টেডিয়াম এবং বিমানবন্দর চত্ত্বর ঘুরে দেখেন। দু'‌টো জায়গার মধ্যেই ট্রাম্পের সুরক্ষা নিয়ে চ্যালেঞ্জ নয় নিরাপত্তা সংস্থাদের। আহমেদাবাদ বিমানবন্দর থেকে সবরমতী আশ্রম ও মোতেরা স্টেডিয়াম পর্যন্ত ২২ কিমি রাস্তায় রোড শো হবে, তা নিয়েও সুরক্ষা সংস্থাদের চিন্তা রয়েছে।

১.‌২৫ লক্ষের জমায়েত

১.‌২৫ লক্ষের জমায়েত

বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম মোতেরাতে ট্রাম্পকে স্বাগত জানাতে বলিউড স্টার, ক্রিকেট কিংবদন্তী, উদ্যোগপতি, রাজনৈতিক নেতা ও প্রবাসী ভারতীয় সহ স্কুল-কলেজের পড়ুয়া মিলিয়ে দেড় লক্ষ জমায়েত হতে পারে। ‘‌নমস্তে ট্রাম্প'‌ অনুষ্ঠানের জন্য প্রায় ১৫০০ প্রবাসী বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সোমবার আহমেদাবাদে আসবেন। গুজরাট সাহিত্য অ্যাকাডেমির চেয়ারম্যান বিষ্ণু পাণ্ডে জানিয়েছেন ব্যবসায়ী, সাংবাদিক, উদ্যোগপতি ও অন্য পেশার মানু্ষও এই অনুষ্ঠানে যোগে দেবেন। বিসিসিআইয়ের সভাপতি তথা প্রাক্তন ভারতীয় দলের ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলিও এই অনুষ্ঠানে আসবেন বলে জানা গিয়েছে। তিনি তাঁর আসার খবর টুইটারের মাধ্যমে জানিয়েছেন।

৪০ ফিটের বড় মঞ্চ তৈরি হচ্ছে স্টেডিয়ামের মাঝখানে, ক্রিকেট পিচের ওপর। এই মঞ্চই ব্যবহার করবেন ট্রাম্প ও মোদী। তাঁরা দু'‌জনেই সম্ভবত স্টেডিয়ামে প্রবেশ করবেন জিসিএ (‌গুজরাট ক্রিকেট অ্যাসোশিয়েসন)‌ ক্লাবের দিক থেকে। মঞ্চের সামনেই বসতে পারবেন দশ হাজার ভিভিআইপিরা, এই মঞ্চেই অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমন্ত্রণপত্রে বারকোড দেওয়া হয়েছে, যেখানে আসন নম্বর দেওয়া আছে। ‘‌নমস্তে ট্রাম্প'‌ অনুষ্ঠানে ব্যয় হচ্ছে ১০০ কোটি টাকা। যার মধ্যে ২০ কোটি টাকা খরচ হয়েছে রাস্তা চওড়া করতে ও মেরামতি করতে।

যদিও এখনও এটা জানা যায়নি যে ট্রাম্প আদৌও গান্ধী আশ্রমে যাবেন কিনা, তবুও সবরমতী আশ্রমের পক্ষ থেকে কার্তিকেয়া সারাভাই বলেন, ‘‌প্রস্তুতি চলছে। আমাদের পরিকল্পনার কোনও বদল হবে না। প্রেসিডেন্টের আশ্রমে আসা বা তাঁর না আসা যে কোনও কিছুই হতে পারে।'‌

ভিড় নিয়ন্ত্রণ

ভিড় নিয়ন্ত্রণ

আহমেদাবাদ মিউনিসিপ্যাল কমিশনার বিজয় নেহরা সোমবার টুইট করে বলেন, ‘‌২২ কিমি রোডশো-তে এক লক্ষেরও বেশি মানুষ যোদ দেবেন।'‌ ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল কমিশনার অফ পুলিশ অজয় তোমার বলেন, ‘‌আমরা ব্যারিকেড করেছি এবং অব্যবস্থাপনা এড়াতে পুলিশ সদস্য মোতায়েন করা হবে। এই ২২ কিলোমিটার প্রসারিত রাস্তার রুফ পয়েন্টগুলি আমাদের জন্য গভীর সতর্ক হিসাবে কাজ করবে যেখান থেকে আমরা কোনও হুমকি আটকাতে পারি। জাতীয় নিরাপত্তা প্রহরী ও গোপন পরিষেবা উভয় পক্ষের অ্যান্টি-স্নিপার ইউনিটকে গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হবে।'‌ স্টেডিয়াম চত্ত্বরে একমাত্র ভিভিআইপি ছাড়া আর কেউ গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবে না। স্টেডিয়ামের ভেতর বিশেষ পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সূত্রের খবর ভিভিআইপিদের আমন্ত্রণ জানানোর কাজ শুরু হয়ে গিয়েছে।

রোডশো-এর বিভিন্ন জায়গায় ২৮টি মঞ্চ করা থাকবে, যেখানে গুজরাটের গরবা থেকে কেরল, তামিলনাড়ু ও অন্য রাজ্যের আঞ্চলিক সংস্কৃতিকে তুলে ধরা হবে। নবসারি ও দঙ্গ সহ বিভিন্ন রাজ্যের ১১০০০ পুলিশ মোতায়েন করা হবে।

প্রযুক্তি পর্যবেক্ষণ

প্রযুক্তি পর্যবেক্ষণ

ড্রোন, জ্যামার ও অন্তর্ঘাত-বিরোধী যান স্টেডিয়াম ও ট্রাম্পের রুটে মোতায়েন থাকবে। এছাড়াও সিসি ক্যামেরা সহ প্রচুর পুলিশ-সেনাবাহিনী নিয়োগ করা হয়েছে গোটা অনুষ্ঠানের জন্য। অবৈধ পার্কিং, অপ্রীতিকর ঘটনা এনআনোর জন্য সব ধরনের বন্দোবস্ত করা হয়েছে।

বিমানবন্দরের সময়

বিমানবন্দরের সময়

মঙ্গলবার ও বুধবার দু'‌টি মার্কিন বিমান সহ নিরাপত্তা যান পৌঁছে যাবে আহমেদাবাদ বিমানবন্দরে। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে যে সোমবার বিমান পরিষেবা সাধারণের জন্য স্বাভাবিক থাকবে।

English summary
The Trumps are expected to land in Ahmedabad around noon from where they will head straight to the Sardar Vallabhbhai Patel stadium, popularly called the Motera Stadium, for the ‘Namaste Trump’ event designed on the lines of the Howdy Modi event in Houston September 2019.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X