For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাস সংক্রমণের জেরে ২ এপ্রিল থেকে স্থগিত আহমেদাবাদ–মুম্বই তেজস এক্সপ্রেস

করোনা ভাইরাস সংক্রমণের জেরে ২ এপ্রিল থেকে স্থগিত আহমেদাবাদ–মুম্বই তেজস এক্সপ্রেস

Google Oneindia Bengali News

দেশজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশঃ গত বছররে স্মৃতিকে তাজা করে তুলছে। বিশেষ করে মহারাষ্ট্র সহ বেশ কিছু রাজ্যের পরিস্থিতি খারাপের দিকেই এগোচ্ছে। এই রকম পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার পশ্চিম রেলের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে আহমেদাবাদ–মুম্বইগামী আহমেদাবাদের তেজস এক্সপ্রেস ট্রেনের পরিষেবা ২ এপ্রিল থেকে একমাসের জন্য স্থগিত করে রাখা হবে। বৃহস্প্তিবার সন্ধ্যার দিকে পশ্চিম রেলের মুম্বই ডিভিশনের ডিভিশনার রেল ম্যানেজার টুইটারে এই ঘোষণা করে।

২ এপ্রিল থেকে স্থগিত আহমেদাবাদ–মুম্বই তেজস এক্সপ্রেস

রেলের পক্ষ থেকে টুইটে বলা হয়, '‌আহমেদাবাদ–মুম্বই সেন্ট্রাল–আহমেদাবাদ তেজস এক্সপ্রেস ট্রেন নম্বর ৮২৯০২/‌৮২৯০১ এপ্রিলের ২ তারিখ থেকে একমাসের জন্য বন্ধ থাকবে।’‌ অন্যদিকে আইআরসিটিসির পক্ষ থেকে এও বলা হয়, '‌উভয় সংযোগকারী রাজ্যে নৈশ কার্ফু জারি রয়েছে, যা সাধারণভাবে যাত্রীদের অসুবিধার কারণ হতে পারে।’‌ প্রসঙ্গত, কোভিডের কারণে দীর্ঘদিন ট্রেন পরিষেবা বন্ধ থাকার পর এ বছরের ১৪ ফেব্রুয়ারি মুম্বই সেন্ট্রাল–আহমেদাবাদ তেজস এক্সপ্রেসের পরিষেবা পুনরায় চালু করা হয়। আইআরসিটিসি অক্টোবরে পরিষেবা চালু করার পরে কোভিড–১৯ মহামারিজনিত কারণে ট্রেনে কম আসন দখল হওয়ার জন্য খলে গত বছরের ২৪ নভেম্বর থেকে এই ট্রেনের সমস্ত যাত্রা বাতিল করেছিল।

গত বছর মার্চ মাসে করোনা ভাইরাসে প্রকোপ শুরু হওয়ার পর থেকেই কেন্দ্রের পক্ষ থেকে লকডাউন ঘোষণা করা হয়। তারপরই দেশজুড়ে ট্রেন পরিষেবা স্তব্ধ হয়ে যায়। কেবলমাত্র জরুরি পরিষেবার পণ্যই ট্রেনে করে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার কাজ করা হচ্ছিল। এরপর ১ মে থেকে পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ শ্রমিক স্পেশাল ট্রেন পরিষেবা চালু করে রেল। যেখানে দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা শ্রমিকদের বাড়িতে পৌঁছে দিচ্ছিল রেল। এরপরই নিউ নর্মাল পরিস্থিতিতে ধীরে ধীরে ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়। লোকাল ট্রেন পরিষেবাও এখন দেশের সব জায়গাতে চালু হয়ে গিয়েছে।

আমি জিতবই, অন্য প্রার্থীদেরও জেতাতে হবে, উত্তরবঙ্গের প্রথম সভাতেই ভোট ভিক্ষে মমতারআমি জিতবই, অন্য প্রার্থীদেরও জেতাতে হবে, উত্তরবঙ্গের প্রথম সভাতেই ভোট ভিক্ষে মমতার

English summary
ahmedabad mumbai tejas express services suspended amid covid 19 wave
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X