For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই প্রথম ভারতের কোনও শহর পেল 'ওয়ার্ল্ড হেরিটেজ সিটি' তকমা

আহমেদাবাদ ভারতের প্রথম শহর হিসাবে পেল ইউনেস্কোর 'ওয়ার্ল্ড হেরিটেজ সিটি'-র শংসাপত্র।

  • |
Google Oneindia Bengali News

গুজরাতের আহমেদাবাদ ভারতের প্রথম শহর হিসাবে পেল ইউনেস্কোর 'ওয়ার্ল্ড হেরিটেজ সিটি'-র শংসাপত্র। ইউনেস্কোর ডিরেক্টর জেনারেল ইরিনা বোকোভা শুক্রবার গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানির হাতে শংসাপত্র তুলে দেন বলে জানা গিয়েছে।

এই প্রথম ভারতের কোনও শহর পেল 'ওয়ার্ল্ড হেরিটেজ সাইট' এর তকমা

এই অনুষ্ঠানে হাজির হয়ে রূপানি বলেন, সাড়ে ৬ কোটি গুজরাতবাসীর জন্য এ এক গর্বের মুহূর্ত। এই সম্মান পাওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। নরেন্দ্র মোদীর কঠিন পরিশ্রমের ফলেই এটা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন তিনি।

এই সম্মানের জন্য ২৫০টি শহরের মধ্যে থেকে আহমেদাবাদ প্রতিদ্বন্দ্বিতা করেছে বলে জানা গিয়েছে। পাশাপাশি ইউনেস্কো ও কেন্দ্রীয় সাংষ্কৃতিক মন্ত্রককেও ধন্যবাদ জানিয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী।

গত জুলাইয়ের ৮ তারিখ ইউনেস্কোর 'ওয়ার্ল্ড হেরিটেজ সিটি' পেতে নমিনেশন জমা করা হয় আহমেদাবাদের জন্য। তারপর শুক্রবার সেই তকমা ও শংসাপত্র পেল গুজরাতের এই শহর। ভারত থেকে এই প্রথম কোনও শহর এই স্বীকৃতি পেল। এশিয়া থেকে তৃতীয় শহর হিসাবে এই সম্মান পেল আহমেদাবাদ।

সবমিলিয়ে ভারতে এখন মোট 'ওয়ার্ল্ড হেরিটেজ সাইট' এর সংখ্যা ৩৬টি। তার মধ্যে ২৮টি সাংষ্কৃতিক, ৭টি প্রাকৃতিক ও একটি মিশ্র। এশিয়া প্যাসিফিক অঞ্চলে 'ওয়ার্ল্ড হেরিটেজ সাইট' এর সংখ্যার নিরিখে ভারত চিনের পরই দ্বিতীয় স্থানে রয়েছে। সবমিলিয়ে সারা বিশ্বে সপ্তম স্থানে রয়েছে।

English summary
Ahmedabad in Gujarat on Friday was formally accorded the status of India's first World Heritage City with UNESCO Director General Irina Bokova handing over the certificate in this regard to Chief Minister Vijay Rupani.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X