For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথমবার জয়ের লক্ষ্যে কংগ্রেস, ছত্তিশগড় নির্বাচনের গণনা নিয়ে চার প্রস্তাব কমিশনকে

পাঁচ রাজ্যে ভোট আদতে ২০১৯ লোকসভা ভোটের সেমিফাইনাল। এই অবস্থায় পাঁচ রাজ্যের মধ্যে সবার আগে ভোট শেষ হয়েছে ছত্তিশগড়ের। গণনার আগে কমিশনকে প্রস্তাব।

Google Oneindia Bengali News

পাঁচ রাজ্যে ভোট আদতে ২০১৯ লোকসভা ভোটের সেমিফাইনাল। এই অবস্থায় পাঁচ রাজ্যের মধ্যে সবার আগে ভোট শেষ হয়েছে ছত্তিশগড়ের। মাওবাদী উপদ্রুত রাজ্য হওয়ায় দুই দফায় ভোটের পর এখন অপেক্ষা নির্বাচনী ফলাফলের। তার আগে ছত্তিশগড়ের নির্বাচনের গণনা নিয়ে নির্বাচন কমিশনকে চার প্রস্তাব দিলেন কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল।

নির্বাচন কমিশনে দাবিপত্র পেশ

নির্বাচন কমিশনে দাবিপত্র পেশ

আহমেদ প্যাটেল দাবিপত্র পেশ করে জানান, নির্বাচনের গণনার দিন যখন ইভিএম স্ট্রং রুম থেকে গণনাকেন্দ্রে আসবে, তখন সমস্ত দলের প্রতিনিধিদের থাকার অনুমতি দিতে হবে। সমস্ত দলের প্রতিনিধিদের সামনে রেখেই কাজ করতে হবে। যদি যোগ্য ভোটদাতার কাছ থেকে পোস্টাল ব্যালট আসে, তা গণ্য করতে হবে।

আহমেদের প্যাটেলের আর্জি

আহমেদের প্যাটেলের আর্জি

এছাড়া রাজনন্দগাঁও, কন্ডগাঁও ও বিলাসপুর জেলার শীর্ষ আধিকারিকদের আচরণবিধি পর্যালোচনা করতে হবে। প্রথম রাউন্ডের গণনা শেষ হলে তবেই দ্বিতীয় রাউন্ডের গণনা শুরু করতে হবে। নির্বাচন কমিশনের কাছে এই চার আর্জি উপস্থাপন করে আহমেদ প্যাটেল জানান, আশা করি এই প্রস্তাব বিবেচনা করবেন নির্বাচন কমিশনার। শান্তিপূর্ণভাবে গণনা শেষ করতেই এই প্রস্তাব কংগ্রেসের।

প্রথম সরকারের পর ব্যর্থ কংগ্রেস

প্রথম সরকারের পর ব্যর্থ কংগ্রেস

উল্লেখ্য, মধ্যপ্রদেশ থেকে আলাদা হওয়ার পরে ২০০০ সালে প্রথম নির্বাচন সংঘটিত হয়নি ছত্তিশগড়ে। '৯৮ সালের অবিভক্ত মধ্যপ্রদেশের নির্বাচনী ফলাফল মেনে আসন বণ্টন হয়। প্রথম মুখ্যমন্ত্রী হন কংগ্রেসের অজিত যোগী। ভোট হয় তিন বছর পর, ২০০৩ সালে।

নির্বাচনী যুদ্ধে তিনবারই জয়ী বিজেপি

নির্বাচনী যুদ্ধে তিনবারই জয়ী বিজেপি

২০০৩-এর পর ২০১৮-র আগে পর্যন্ত তিনবার ভোট হয়েছে। তিনবারই বিজেপি জিতেছে। প্রথম থেকেই মুখ্যমন্ত্রী রয়েছেন রমন সিং। এবার চতুর্থবার নির্বাচন সংঘটিত হচ্ছে। বিভিন্ন জনমত সমীক্ষার ফলাফলেও বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। তবে কংগ্রেস আগের চেয়ে অনেক শক্তিশালী সন্দেহ নেই।

English summary
Congress leader Ahmed Patel submits four suggestions to Election Commission ahead of Chattisgarh counting. Election is already finished by two phases.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X