For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বচ্ছতার ইমেজই হাতিয়ার, ২০২২-র বিধানসভা ভোটের আগে আনসারি ভাইদের ছেঁটে ফেললেন মায়াবতী

স্বচ্ছতার ইমেজই হাতিয়ার, ২০২২-র বিধানসভা ভোটের আগে আনসারি ভাইদের ছেঁটে ফেললেন মায়াবতী

Google Oneindia Bengali News

ভোটের বালাই। এবার আর সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক নিতে অতটা তৎপর নন মায়াবতী। উল্টে তিনি এখন বেশি মাথা ঘামাচ্ছে দুর্নীতি মুক্ত স্বচ্ছতার ইমেজ নেই। নতুন কৌশলে তাই নতুন পন্থা নিয়েছেন বিএসপি সুপ্রিমো। তিনি জানিয়েছেন এবারের বিধানসভা নির্বাচনের ভোটে আর আনসারি ভাইরা অংশ নেবেন না। দাগি আসামি বলে উত্তর প্রদেশে পরিচিত আনসারি ভাইরা। ২০১৭ সােলর ভোটের আগে তাঁদের দলে টেনেছিলেন মায়াবতী। টার্গেট ছিল সংখ্যালঘু ভোট। কিন্তু বাস্তবে তার কোনওটাই করে উঠতে পারেননি আনারি ভাইরা। আখেরে কোনও লাভই হয়নি মায়াবতীর। সেকারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

দাগী আসামি আনসারি ভাইরা

দাগী আসামি আনসারি ভাইরা

উত্তর প্রদেশের যাকে বলে জেল খাটা দাগী আসামি আনারি ভাইরা। রাজনীতিক ছত্রছায়াতেই তাদের দাপট। সেই আনসারি ভাইদের দলে টেনেছিলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। তাঁর টার্গেট ছিল সংখ্যালঘু ভোটব্যাঙ্ক। আফজল আনসারি,সিগবাতুল্লা আনসারি এবং তাঁর ছেেল আব্বাস এবং মুক্তার আনসারি। এঁদের দলে টেনেছিলেন মায়াবতী। তিনি জানিয়েছিলেন অন্যদলে আরও বড় বড় গুন্ডা রয়েছেন। মিথ্যে কথা বলে তাঁদের জেলে পাঠানো হয়েছিল। সংখ্যালঘু ভোটের জন্য পূর্বাচল,গাজিপুর, মৌ, বালিয়া, বারানসীর মত জায়গা গুলি দখলে আনতে েচয়েছিলেন মায়াবতী। কিন্তু গেরুয়া ছড়ে প্রায় ধুলিসাৎ হয়ে গিয়েছিল গোটা উত্তর প্রদেশ।

প্রচার থেকে বাদ আনসারিরা

প্রচার থেকে বাদ আনসারিরা

প্রচার থেকে বাদ দেওয়া হয়েছে আনসারি ভাইদের। এবার আর সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক ম্যাটার করছে না মায়াবতীর কাছে। দলের স্বচ্ছ-দুর্নীতি মুক্ত নীতিতেই বিশ্বাসী সকলে। তাই বিএসপি সুপ্রিমো টার্গেট করেছেন কোনও ভাবেই বাহুবলী-মাফিয়াদের দল টিকিট দেবে না এবার। সেকারণে মৌ থেকে এবার আর আনসারিেদর নয় বিএসপি টিকিট দিতে চলেছে ভীম রাজভারকে। ওবিসি সম্প্রদায়ের প্রতিনিধি রাজভার। বিএসপির রাজ্যসভাপতিও বটে তিনি। পূর্বাচলে রাজভার সম্প্রদায়ের ভোট দখলে রাখতেই এই নতুন স্ট্রটেজিতে খেলতে চাইছেন মায়াবতী।

প্রচার থেকে বাদ আনসারিরা

প্রচার থেকে বাদ আনসারিরা

প্রচার থেকে বাদ দেওয়া হয়েছে আনসারি ভাইদের। এবার আর সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক ম্যাটার করছে না মায়াবতীর কাছে। দলের স্বচ্ছ-দুর্নীতি মুক্ত নীতিতেই বিশ্বাসী সকলে। তাই বিএসপি সুপ্রিমো টার্গেট করেছেন কোনও ভাবেই বাহুবলী-মাফিয়াদের দল টিকিট দেবে না এবার। সেকারণে মৌ থেকে এবার আর আনসারিেদর নয় বিএসপি টিকিট দিতে চলেছে ভীম রাজভারকে। ওবিসি সম্প্রদায়ের প্রতিনিধি রাজভার। বিএসপির রাজ্যসভাপতিও বটে তিনি। পূর্বাচলে রাজভার সম্প্রদায়ের ভোট দখলে রাখতেই এই নতুন স্ট্রটেজিতে খেলতে চাইছেন মায়াবতী।

ব্যাকগ্রাউন্ড দেখে প্রার্থী বাছাই

ব্যাকগ্রাউন্ড দেখে প্রার্থী বাছাই

এবার অত্যন্ত বাছাই করে প্রার্থী তালিকা তৈরি করছে বিএসপি। সুপ্রিমো নিজেই জানিয়েছেন এবার তাঁর প্রার্থী বাছাইয়ের মূল মাপকাঠিই হল ব্যাকগ্রাউন্ড দেখা। ব্যাকগ্রাউন্ডের একাধিক কাজ করেছেন তিনি। এবার বিএসপির স্লোগানই হল আইনী পথে উত্তর প্রদেশের উন্নয়ন। সেকারণেই কোনও দাগী জেলখাটা অপরাধীকে টিকিট দিতে রাজি নয় বিএসপি। এমনকী ব্রাহ্মণদের ভোট পেতেও মরিয়া হয়ে উঠেছেন মায়াবতী। তিনি জানিয়েছেন এবারে ভোটে জিতলে আর দলিত, ওবিসিদের জন্য পার্ক মেমোরিয়াল তৈরি করবেন না তিনি। ব্রাহ্মণদের উন্নয়নে কাজ করবেন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Mayawati on Ansari Brothers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X