For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিয়রে থার্ড ওয়েভে, শিশুদের মাস্ক ব্যবহার কতটা নিরাপদ জেনে নিন

শিয়রে থার্ড ওয়েভে, শিশুদের মাস্ক ব্যবহার কতটা নিরাপদ জেনে নিন

Google Oneindia Bengali News

করোনার থার্ড ওয়েভ নাকি ওত পেতে আছে শিশুদের জন্য। সবচেয়ে বেশি শিশুরাই সংক্রমিত হবে থার্ড ওয়েভে। এরই মাঝে শিশুদের মাস্ক পরা নিয়ে নতুন বিধিনিষেধ জারি করল জিডিএইচ এস। তাতে একেবারে উল্টো কথা বলা হয়েছে। ৬ বছরের কম বয়সী শিশুদের মাস্ক পরাতে নিষেধ করা হয়েছে। তাতে হিতে বিপরীত হতে পারে। ৬ থেকে ১১ বছর বয়সী শিশুদের মাস্ক পরানো হলেও সেটা বাবা-মা এবং চিকিৎসকদেক পর্যবেক্ষণে এবং পরামর্শ নিয়েই পরাতে হবে বলে জানানো হয়েছে।

শিয়রে থার্ড ওয়েভ

শিয়রে থার্ড ওয়েভ

করোনার প্রথম ধাক্কা অনেকটাই সামলে ওঠা গিয়েছিল। তারমধ্যেই আছড়ে পড়ে সেকেন্ড ওয়েভ। ভয়ঙ্কর সেই পরিস্থিতি। অক্সিজেনের অভাবে মৃত্যু মিছিল। শ্মশানে শব দাহের লম্বা লাইন। ভয়ঙ্কর পরিস্থিতি। হাসপাতালে ভ্যাকসিনের জন্য মারামারি। বেড নেই মাটিতে শুয়ে রোগী। বেডের অভাবে রাস্তায় পড়ে মরেছে করোনা আক্রান্ত রোগীরা। সেই পরিস্থিতি কাটিয়ে উঠেছি অনেকটাই। এরইমধ্যে আবার থার্ড ওয়েভের মেধ দেখা দিয়েছে আকাশে। যদিও এই নিয়ে আগে থেকেই সতর্ক করেছেন গবেষকরা।

 শিশুদের বিপদ বেশি

শিশুদের বিপদ বেশি

থার্ড ওয়েভে করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি শিশুদের। এমনই মনে করছেন গবেষকরা। যদিও আইসিএমআরের ডিরেক্টর দাবি করেছেন সেকেন্ড ওয়েভেও শিশুরা করোনা আক্রান্ত হয়েছেন। তবে যাঁরা হাসপাতালে ভর্তি হয়েছে সেই সব শিশুদের অধিকাংশেরই কো মরবিডিটি রয়েছে। কাজেই থার্ড ওয়েভে করোনা আক্রান্ত হওয়ার প্রবণতা শিশুদের বেশি এটা আগে থেকে বলা ঠিক হবে না বলে দাবি করেছেন তিনি।

 মাস্ক পরা শিশুদের কতটা নিরাপদ

মাস্ক পরা শিশুদের কতটা নিরাপদ

এরই মাঝে আমার মাস্ক নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করেছে ডিজিএইচ এস। তাতে বলা হয়েছে ৫ বছরের কম বয়সী শিশুদের একেবারেই মাস্ক পরানো যাবে না। এতে হিতে বিপরীত হচ্ছে। তাঁদের করোনা সংক্রমণে বিশেষ কিছু হচ্ছে না কিন্তু মাস্ক পরালে আরও বিপদ ডেকে আনা হবে। মাস্ক পরার কারণে শিশুরা ভাল করে শ্বাস নিতে পারছে না। ফলে তাঁদের শরীরে অক্সিডেনের ঘাটতি দেখা দিচ্ছে। ৬ থেকে ১১ বছর বয়সী শিশুদের মাস্ক পরানো হলেও সেটা বাবা-মাকে নজর রাখতে হবে। মাস্ক যাতে ভিজে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মাস্ক ঠিকমতো তারা পরছে কিনা অর্থাৎ নাকের উপরে মাস্ক থাকছে কিনা সেটা নজর রাখতে হবে। একটানা ৪ -৫ ঘণ্টা মাস্ক পরিয়ে রাখা যাবে না। মাস্ক ভিজে গেলে সঙ্গে সঙ্গে বদলে দিতে হবে। ভেজা মাস্ক ধুয়ে তারপর ব্যবহার করতে হবে তাদের।

ওষুধের ক্ষেত্রেও বিধি নিষেধ

ওষুধের ক্ষেত্রেও বিধি নিষেধ

করোনার থার্ড ওয়েভ আসার আসে শিশুদের সুরক্ষিত রাখতে করোনা চিকিৎসায় একাধিক ওষুধের প্রয়োগেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ১৮ বছরের কম বয়সী শিশু-কিশোররা করোনা আক্রান্ত হলে তাদের উপর রেম ডেসিভির প্রয়োগ করা যাবে না। শিশুদের সিটি স্ক্যান করানো থেকেও বিরত থাকতে বলা হয়েছে। এগুলি করতে হিতে বিপরীত ফল পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

English summary
Ahed of Coronavirus third wave waring of musk for children how mutch safe
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X