For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রামনবমী উদযাপন ঘিরে বন্ধ ইন্টারনেট পরিষেবা, কোথায় ঘটল এমন

রামনবমী উদযাপন ঘিরে ছড়াতে পারে উত্তেজনা, এই আশঙ্কা থেকে ওড়িশার ভদ্রকে বন্ধ করে দেওয়া হল ইন্টারনেট পরিষেবা।

  • |
Google Oneindia Bengali News

রামনবমী উদযাপন ঘিরে ছড়াতে পারে উত্তেজনা, এই আশঙ্কা থেকে ওড়িশার ভদ্রকে বন্ধ করে দেওয়া হল ইন্টারনেট পরিষেবা। দেশের এই শহরটিতে দু' দিনের জন্য় বন্ধ থাকবে ইন্টারনেট, বলে জানানো হয়েছে প্রশাসন সূত্রে। ওই এলকায় শনিবার সন্ধ্যে ৬ টা থেকেই বন্ধ রয়েছে এই পরিষেবা।

রামনবমী উদযাপন ঘিরে বন্ধ ইন্টারনেট পরিষেবা, কোথায় ঘটল এমন

[আরও পড়ুন: রামনবমীর প্যাণ্ডেলে হামলা! বিজেপির অভিযোগ শাসকদলের দিকে][আরও পড়ুন: রামনবমীর প্যাণ্ডেলে হামলা! বিজেপির অভিযোগ শাসকদলের দিকে]

ভদ্রক প্রশাসন সূত্রের দাবি, রামনবমীকে ঘিরে উস্কে যেতে পারে সাম্প্রদায়িক সমস্যা। আর কোনও রকমের সাম্প্রদায়িক তথ্য যাতে ইন্টারনেটে তথা সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে ছড়িয়ে না যেতে পারে তার জন্যই এই ব্যবস্থা বলে খবর। এলাকায় শান্তি রাক্ষার্থে এই পদক্ষেপ বলে জানিয়েছেন ভ্রদকের পুলিশ সুপারিন্টেডেন্ট অনুপ সাহু।

যেকোনও রকমের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইতিমধ্যেই শহরের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। উল্লেখ্য, এর আগে ওড়িশা হাইকোর্টের তরফে প্রশাসনকে রামনবমী ঘিরে যেকোনও রকমের হিংসার ঘটনা এড়াবার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত বছর দুটি সম্প্রদায়ের মধ্যে রামনবমীর পদযাত্রা ঘিরে উত্তেজনা ছড়ায় ভদ্রকে। তারপরই প্রশাসন সূত্রে কডজ়া পদক্ষেপ নেওয়া হয়। এই বছরও নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর ভদ্রক প্রশাসন।

English summary
Ahead Of Ramnavami Internet services suspended in Odisha town .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X