For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথা মেনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ নির্মলার, সংসদে বাজেট পেশে নারীশক্তির জয়গানে বিরল নজির

কেন্দ্রীয় বাজেট পেশের আগে প্রথা মেনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। এই প্রথম সংসদে বাজেট পেশে ঘটতে চলেছে বিরল ঘটনা।

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রীয় বাজেট পেশ করতে ইতিমধ্যেই সংসদে পৌঁছে গেলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী বছর লোকসভা ভোটের আগে এটিই মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। এদিন বাজেট পেশের আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন নির্মলা। সংসদে আজ এমন ঘটনা ঘটতে চলেছে যা স্বাধীনতার পর আর হয়নি।

রাষ্ট্রপতির সঙ্গে প্রথামাফিক সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে প্রথামাফিক সাক্ষাৎ

আজ বাজেট পেশের জন্য সংসদে পৌঁছনোর আগে রাষ্ট্রপতি ভবনে যান নির্মলা সীতারামন। তাঁর সঙ্গে ছিলেন রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী, ভাগবৎ কারাড, অর্থ সচিব টি ভি সোমানাথন। প্রথা মেনেই এই সাক্ষাৎ। বাজেট পেশের আগে দেশের অর্থমন্ত্রীরা বরাবর রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। তারপর যান সংসদে।

ছবি- রাষ্ট্রপতি ভবনের টুইটার

পঞ্চমবার বাজেট পেশ নির্মলার

পঞ্চমবার বাজেট পেশ নির্মলার

এই নিয়ে পঞ্চমবার বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। মহিলা হিসেবে সংসদে প্রথম বাজেট পেশ করেছিলেন ইন্দিরা গান্ধী। ১৯৭০-৭১ সালে মোরারজি দেশাই অর্থমন্ত্রীর পদ ছেড়ে দেওয়ায় তখন সেই মন্ত্রক নিজের হাতে নিয়েছিলেন ইন্দিরা। প্রথম ভারতীয় মহিলা হিসেবে বাজেট পেশ করে ইতিহাস গড়েছিলেন। গতকাল বাজেট সেশনের প্রথম দিনে সংসদে ২০২২-২৩ অর্থবর্ষের ইকনমিক সার্ভে পেশ করেছেন নির্মলা সীতারামন।

বিরল নজির সংসদে

বিরল নজির সংসদে

আজ আরও একটি ইতিহাসের সাক্ষী থাকতে চলেছে সংসদ। এবারই প্রথম বাজেট সেশনের সূচনা করে সংসদে বক্তব্যে রেখেছেন মহিলা রাষ্ট্রপতি। সেখানে আজ বাজেট যিনি পেশ করবেন তিনিও একজন মহিলা। ফলে নারীশক্তির জয়গানই যেন বাজছে সংসদে। বাজেট পেশের আগে সংসদেই ক্যাবিনেট বৈঠক হবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে। ইতিমধ্যেই অর্থ মন্ত্রকের রাষ্ট্রপতি পঙ্কজ চৌধুরী বলেছেন, জনগণের প্রত্যাশাই বাস্তবায়িত হবে এবারের বাজেটে। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার দেশের মানুষের জন্য কাজ করছে। সমাজের প্রতিটি ক্ষেত্রের মানুষের প্রত্যাশাই পূরণ হবে কেন্দ্রীয় বাজেটে।

বাজেট 2023 LIVE: অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন নাগেশ্বরন, নজর জিডিপিতেবাজেট 2023 LIVE: অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন নাগেশ্বরন, নজর জিডিপিতে

হ্যান্ডলুম শাড়িকে প্রাধান্য

হ্যান্ডলুম শাড়িকে প্রাধান্য

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এদিন পরেছেন লাল রঙের শাড়ি। যাতে টেম্পল বর্ডার রয়েছে। এগুলিকে বলা হয় টেম্পল শাড়ি। যা সাধারণত সুতি, সিল্ক বা এর মিশ্রণে তৈরি হয়। এদিন নির্মলা যে শাড়ি পরে বাজেট পেশ করবেন তাতে কালো রঙের পাড় রয়েছে। রয়েছে সোনালি রঙের কাজ। লাল রঙের ডিজিটাল ট্যাবলেট হাতে অর্থ মন্ত্রকের সামনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী চিত্র সাংবাদিকদের সামনে হাজির হয়েছিলেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পদে আসীন হওয়ার পর থেকে দেশের হস্তশিল্পকে অগ্রাধিকার দিচ্ছেন নির্মলা। হ্যান্ডলুমের শাড়ি বেশিরভাগ ক্ষেত্রে তিনি পরে থাকেন। ২০১৯ সালে তিনি বাজেট পেশ করেছিলেন গোলাপি শাড়ি পরে। ২০২০ সালে পরনে ছিল হলুদ শাড়ি। ২০২১ সালে তিনি লাল ও অফ হোয়াইটে পোচমপল্লী শাড়ি পরে বাজেট পেশ করেন। গত বছর বাদামী ও মেরুনের সংমিশ্রণে হ্যান্ডলুম শাড়ি পরেই বাজেট পেশ করতে গিয়েছিলেন।

কেন্দ্রীয় বাজেটে নজর কর ছাড়ের দিকে, কোন দুই ধারা কীভাবে স্বস্তি দিয়ে থাকে করদাতাদের?কেন্দ্রীয় বাজেটে নজর কর ছাড়ের দিকে, কোন দুই ধারা কীভাবে স্বস্তি দিয়ে থাকে করদাতাদের?

English summary
Ahead Of Tabling Of Union Budget 2023 Nirmala Sitharaman Met President Droupadi Murmu. First Time Ever Since 1947, A Woman President Addressed The Session And Woman Finance Minister Presenting The Budget.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X