For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যা নিতে চলেছে দূর্গের চেহারা! 'সুপ্রিম' শুনানির আগে ঐতিহাসিক নগরীতে কী ঘটতে চলেছে

সবেমাত্র বুধবার শেষ হয়েছে অযোধ্যা মামলার শুনানি। টানা ৪০ দিন ধরে দৈনিক চলছে শুনানি। আর তার শেষদিনে এসে আদালত কক্ষে হিন্দু মহাসভার তরপে পেশ করা ম্যাপ ছিঁড়ে ফেলার ঘটনা ঘিরে এই মামলায় পারদ চড়েছে।

  • |
Google Oneindia Bengali News

সবেমাত্র বুধবার শেষ হয়েছে অযোধ্যার রাম মন্দির-বাবরি মসজিদ মামলার শুনানি। টানা ৪০ দিন ধরে দৈনিক চলছে শুনানি। আর তার শেষদিনে এসে আদালত কক্ষে হিন্দু মহাসভার তরপে পেশ করা ম্যাপ ছিঁড়ে ফেলার ঘটনা ঘিরে এই মামলায় পারদ চড়েছে। দেশের দ্বিতীয় দীর্ঘতম এই সংবেদনশীল মামলার রায়ের জন্য এখন রুদ্ধশ্বাস অপেক্ষার পালা শুরু সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে। তার আগে অযোধ্যা কার্যত দুর্গের চেহারা নিতে চলেছে।

নামছে ১৫৩ কম্পানি কেন্দ্রীয় বাহিনী

নামছে ১৫৩ কম্পানি কেন্দ্রীয় বাহিনী

উত্তর প্রদেশের ঐতহাসিক নগরী অযোধ্যা নিয়ে ফের পারদ চড়ছে । এই মামলা ঘিরে সুপ্রিম কোর্টে শুনানির পরই এবার রায়দানের অপেক্ষা শুরু। আর তার মাঝের সময়ে অযোধ্যার বিতর্কিত গোটা এলাকা ঢেকে ফেলতে চলেছে নিরাপত্তা বাহিনী। নামছে ১৫৩ কম্পানি কেন্দ্রীয় বাহিনী।

 অস্থায়ী জেল তৈরি

অস্থায়ী জেল তৈরি

এলাকার বিভিন্ন দিকে তৈরি হতে চলেছে অস্থায়ী জেল। কোনও রকমের অপ্রীতিকর ঘটনা ঘটলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে। বিতর্কিত জমির দিকে কেউ এগিয়ে এলেই তাঁকে গ্রেফতার করা হবে বলে জানা গিয়েছে।

২৩ দিনের রুদ্ধশ্বাস অপেক্ষা

২৩ দিনের রুদ্ধশ্বাস অপেক্ষা

আপাতত ২৩ দিনের মধ্যে সুপ্রিম কোর্ট নিজের রায় জানাতে চলেছে। তার আগে কার্যত দূর্গের রূপ নিতে চলেছে অযোধ্যা। নিরাপত্তা নিয়ে কোনও রকমের ঝুঁকি নিতে রাজি নয় প্রশাসন। এলাকায় মোতায়েন করা হয়েছে, ব়্যাপিড অ্যাকশন ফোর্স,রয়েছে উত্তর প্রদেশ পুলিশ।

 রামজন্মভূমি-বাবরি মসজিদ বিতর্ক ও অযোধ্যার নিরাপত্তা

রামজন্মভূমি-বাবরি মসজিদ বিতর্ক ও অযোধ্যার নিরাপত্তা

অযোধ্যা ইস্যুতে গোটা এলাকায় সাদা পোশাকের বহু পুলিশ মোতায়েন রয়েছে। মোতায়েন রয়েছে ভারতীয় গোয়েন্দা বিভাগের বহু অফিসার। উত্তর প্রদেশের এটিএস-এর কমান্ডোরাও মোতেয়েন রয়েছে এলাকায়।

 তিনভাগে মোতায়েন নিরাপত্তা বাহিনী

তিনভাগে মোতায়েন নিরাপত্তা বাহিনী

৩ টি ভিন্নভাগে ভাগ করে অযোধ্যায় মোতায়েন করা হবে নিরাপত্তার ঘেরাটোপ। আর তার কাজ ধীরে ধীরে শুরু হয়ে গিয়েছে। অক্টোবর ১৫ থেকে শুরু হয়ে গিয়েছে এই নিরাপত্তা মোতায়েনের কাজ।

English summary
Ahead of SC verdict Ayodhya to be fortified, 153 compaines to be deployed.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X