For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাজেট পেশের আগেই চাঙ্গা শেয়ার বাজার, ৪০০ পয়েন্ট চড়ল সেনসেক্স

প্রভাব পড়ল না আদানিদের দুর্নীতির বাজেট পেশের আগে চড়ছে শেয়ার বাজারের সূচক। উর্ধ্বমুখী নিফটিও

Google Oneindia Bengali News

বাজেট পেশ হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। তার আগেই চাঙ্গা শেয়ার বাজার। সকাল থেকেই দালাল স্ট্রিটে খুশির হাওয়া। বাজার খুলতেই ৪০০ থেকে ৪৫০ পয়েন্টের মধ্যে ঘোরাফেরা করছে শেয়ারবাজার। নিফটিও উর্ধ্বমুখী। গত কয়েকদিন ধরে আদানি গোষ্ঠীর দুর্নীতির জেরে মন্দার হাওয়া দেখা গিয়েছিলেন শেয়ার বাজারে। কিন্তু সেই সব প্রভাব কাটিয়ে ফের চাঙ্গা হয়ে উঠেছে শেয়ারবাজার।

বাজেট পেশের আগেই চাঙ্গা শেয়ার বাজার, ৪০০ পয়েন্ট চড়ল সেনসেক্স

আজ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। দ্বিতীয় মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। এবার বাজেট পেপারলেস করা হয়েছে। অনলাইনেই মিলবে সব তথ্য। আরও একটি কারণে বিশেষ হতে চলেছে এই বাজেট অধিবেশন। এই প্রথম বাজেট অধিবেশনের সূচনা করেছেন মহিলা রাষ্ট্রপতি। আর বাজেট পেশ করবেন মহিলা অর্থমন্ত্রী। নারী শক্তি যে ক্রমশ এগিয়ে চলেছে দেশে তার বার্তাই দিচ্ছে এই ঘটনা।

এদিকে সকাল থেকে বাজেট অধিবেশনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সংসদ ভবনে। সকালেই অর্থমন্ত্রকে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেখানে সব সচিব এবং রাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। তারপরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠক করেছেন তিনি। এরপরে সংসদ ভবনে বাজেট অনুমোদনের পর সকাল ১১টা নাগাদ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

বাজেটের দিন সকাল থেকেই খুশির হাওয়া শেয়ার বাজারে। বাজার সকালে খুলতেই শেয়ার বাজারের সূচক উর্ধ্বমুখী হয়ে গিয়েছে। ৪০০ থেকে ৪৫০ পয়েন্টের মধ্যে ঘোরা ফেরা করছে শেয়ার বাজারের সূচক। নিফটিও চাঙ্গা, ১৭০০০-র বেশি চড়েছে নিফটি। একাধিক কোম্পানির শেয়ারার দাম চড়তে শুরু করেছে। আইসিআইসিআই ব্যাঙ্ক, ব্রিটানিয়া, হিন্ডালকো, ডেভিস ল্যাবস, জেএসডব্লু স্টিল, টাটা কনজিউমার প্রোডাক্ট, টেক এম, হিরো মোটো ক্রপ, এই সব কোম্পানির শেয়ারের দাম অনেকটাই বেড়েছে।

অন্যদিকে এই বাজারেও একাধিক বড় কোম্পানির শেয়ারের দাম পড়েছে। তার মধ্যে রয়েছে আদানি এন্টারপ্রাইজ। আদানি গ্রুপের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছে। এই নিয়ে শেয়ার বাজারে একটু চাপে রয়েছে আদানিরা। এছাড়াও যেসব কোম্পানির শেয়ারের দাম পড়েছে তার মধ্যে রয়েছে, বিপিসিএল, কোল ইন্ডিয়া, আইটিসি, এম অ্যান্ড এম, এসবিআই লাইভ, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। এই কোম্পানির শেয়ারের দাম ১.৩ পয়েন্ট পর্যন্ত পড়েছে।অন্যদিকে এই বাজারেও একাধিক বড় কোম্পানির শেয়ারের দাম পড়েছে। তার মধ্যে রয়েছে আদানি এন্টারপ্রাইজ। আদানি গ্রুপের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছে। এই নিয়ে শেয়ার বাজারে একটু চাপে রয়েছে আদানিরা। এছাড়াও যেসব কোম্পানির শেয়ারের দাম পড়েছে তার মধ্যে রয়েছে, বিপিসিএল, কোল ইন্ডিয়া, আইটিসি, এম অ্যান্ড এম, এসবিআই লাইভ, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। এই কোম্পানির শেয়ারের দাম ১.৩ পয়েন্ট পর্যন্ত পড়েছে।

দেশের অর্থনীতি করোনার ধাক্কা কাটিয়ে অনেকটাই স্থিতিশীল বলে মনে করছেন অর্থনীতিবিদরা। মোদী সরকর বারবার দাবি করেছেন দেশের পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল হয়েছে। বিশ্বের ১০ অর্থনীতির দেশে পরিণত হয়েছে ভারত। অন্যান্য অনেক দেশের থেকেই ভারতের অবস্থা অনেকটাই ভাল। প্রতিবেশি রাষ্ট্রের অর্থব্যবস্থা যখন ধুঁকছে তখন ভারত অনেকটাই চাঙ্গা। বাজেট অধিবেশন শুরুর দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিয়েছিলেন যে গোটা বিশ্ব এখন ভারতের দিকে তাকিয়ে রয়েছে।

English summary
Sensex rise 400 points before Budget 2024
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X