For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অগাস্টা-ওয়েস্টল্যান্ড কাণ্ডে বড় সাফল্য ভারতের, মিডলম্যান ক্রিশ্চিয়ানকে ভারতে প্রত্যর্পণ

অগাস্টা ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারিতে অভিযুক্ত অন্যতম মিডলম্যান ক্রিশ্চিয়ান মিশেলকে ভারতের হাতে তুলে দিচ্ছে সংযুক্ত আরব আমিরশাহী সরকার।

  • |
Google Oneindia Bengali News

অগাস্টা ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারিতে অভিযুক্ত অন্যতম মিডলম্যান ক্রিশ্চিয়ান মিশেলকে ভারতের হাতে তুলে দিচ্ছে সংযুক্ত আরব আমিরশাহী সরকার। দুবাইয়ের আদালত মিশেলকে ভারতের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয়। এদিন রাতের বিমানেই তাকে দিল্লি আনা হচ্ছে।

গত মাসে ভারতের আবেদনের বিরুদ্ধে দুবাইয়ের আদালতে প্রত্যর্পণের বিরুদ্ধে ক্রিশ্চিয়ান আবেদন জানিয়েছিল। তবে সেই আবেদনে কর্ণপাত করা হয়নি। তারপর এই নির্দেশ দেওয়া হয়েছে।

ক্রিশ্চিয়ান ব্রিটেনের নাগরিক। অগাস্টা-ওয়েস্টল্যান্ড কাণ্ডে টাকা নয়ছয়, ঘুষ, জালিয়াতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গতবছরে সে দুবাইয়ে গ্রেফতার হয়। পরে জামিনও পেয়ে গিয়েছিল। তবে এবার শেষ অবধি ভারতে আসছে।

অগাস্টা-ওয়েস্টল্যান্ড কাণ্ডে বড় সাফল্য ভারতের, মিডলম্যান ক্রিশ্চিয়ানকে ভারতে প্রত্যর্পণ

প্রসঙ্গত, ২০১৪ সালে ইউপিএ আমলে ৩,৬০০ কোটি টাকার অগাস্টা চপার কেলেঙ্কারি হয়। অভিযোগ ওঠে ইতালিতে তৈরি এই চপার ভারতকে বেচতে দুর্নীতি হয়েছে। ব্রিটেনের নাগরিক ক্রিশ্চিয়ান মিশেল এই চপার দুর্নীতির অন্যতম কুশীলব বলে ছড়িয়ে যায়।

মিশল প্রায় ৩৫০ কোটি টাকা পেয়েছিল বলে অভিযোগ। এছাড়াও ভারতের বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বদের পকেটও ভারী হয়েছিল বলেও অভিযোগ। কয়েক হাজার কোটি টাকার এই প্রতিরক্ষা দুর্নীতিতে বেশকিছু রাজনৈতিক নেতা, প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিক, আমলা, বায়ুসেনার আধিকারিক জড়িত বলে অভিযোগ। এবার ক্রিশ্চিয়ান ভারতে আসায় রাহুল গান্ধীদের বিরুদ্ধে কেন্দ্রের মোদী সরকার রাফালের পাল্টা অস্ত্র পেল বলেই মনে করা হচ্ছে।

English summary
AgustaWestland chopper scam : Middleman Christian Michel to be extradited to India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X