For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী সরকারের বিরুদ্ধে নোট বাতিলের নেতিবাচক রিপোর্ট আশ্চর্য ম্যাজিকে বদলে গেল

কৃষিতে নোট বাতিলের প্রভাব নিয়ে নেতিবাচক রিপোর্ট জমা পড়েছিল সংসদীয় কমিটিতে। সেই রিপোর্ট ফের নতুন করে পেশ হচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

কৃষিতে নোট বাতিলের প্রভাব নিয়ে নেতিবাচক রিপোর্ট জমা পড়েছিল সংসদীয় কমিটিতে। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধেই রিপোর্ট পেশ হয়েছিল। যে রিপোর্ট কেন্দ্রের কাছে বেশ অস্বস্তির ছিল। তবে জানা গিয়েছে, গত সপ্তাহে জমা করা সেই রিপোর্ট ফের নতুন করে পেশ হচ্ছে। এবং তা বদলে গিয়েছে বলে প্রকাশিত হয়েছে ইন্ডিয়া টুডে রিপোর্টে।

ইন্ডিয়া টুডে-র রিপোর্ট

ইন্ডিয়া টুডে-র রিপোর্ট

ইন্ডিয়া টুডে-র খবর অনুযায়ী জানা গিয়েছে, নরেন্দ্র মোদীর ঘোষণা করা নোট বাতিলের নেতিবাচক প্রভাব দেশের লক্ষ লক্ষ কৃষকের ওপরে পড়েছিল। সেইসময়ে কেউ সার কিনতে পারেননি, কেউ শস্য কিনতে পারেননি। যার ফলে পরিস্থিতি জটিল হয়েছি্ল। এমনই রিপোর্ট পেশ করা হয়।

বিজেপির বিরোধিতা

বিজেপির বিরোধিতা

তবে কমিটির বিজেপি সদস্যরা এই রিপোর্টের বিরোধিতা করেছিল। অসম্পূর্ণ রিপোর্ট বলে বিরোধিতা হয়েছিল। এই কমিটির মাথা ছিলেন কংগ্রেস নেতা বীরাপ্পা মইলি। তিনি রিপোর্টটিকে প্রশংসায় ভরিয়ে দেন।

[আরও পড়ুুন: ব্রিটিশ পাউন্ডে থাকতে পারে বাঙালি বিজ্ঞানী জগদীশ বসুর ছবি!][আরও পড়ুুন: ব্রিটিশ পাউন্ডে থাকতে পারে বাঙালি বিজ্ঞানী জগদীশ বসুর ছবি!]

পেশ হচ্ছে নয়া রিপোর্ট

পেশ হচ্ছে নয়া রিপোর্ট

তবে এবার নতুন রিপোর্ট পেশ হচ্ছে বলে ইন্ডিয়া টুডে জানিয়েছে। তাতে কৃষিক্ষেত্রে নোট বাতিলের ইতিবাচক প্রভাব পড়েছে বলে নাকি ব্যাখ্যা করা হয়েছে। সরকারের নোট বাতিলের কোনও প্রভাবই যে কৃষিক্ষেত্রে পড়েনি, সেটাই নাকতি ব্যাখ্যা করা হয়েছে।

[আরও পড়ুন: নরেন্দ্র মোদীর এক কথায় বিজেপিতে যোগ 'মনরেগা লেডি' অপরাজিতার ][আরও পড়ুন: নরেন্দ্র মোদীর এক কথায় বিজেপিতে যোগ 'মনরেগা লেডি' অপরাজিতার ]

পুরনো রিপোর্ট

পুরনো রিপোর্ট

আগের রিপোর্টে বলা হয়, নোট বাতিল এমন সময়ে করা হয়েছিল যখন কৃষকরা খারিফ শস্য বিক্রি করতে যাচ্ছিলেন ও রবি শস্যের প্রস্তুতি চলছিল। নোট বাতিলের ফলে বাজার থেকে নগদ উধাও হয়ে গিয়েছিল। যার ফলে দারুণ সমস্যায় কৃষকরা পড়েছিলেন।

[আরও পড়ুন: ফের কেজরিওয়ালকে প্রাণে মারার চেষ্টা! তাজা বুলেট সহ গ্রেফতার ১][আরও পড়ুন: ফের কেজরিওয়ালকে প্রাণে মারার চেষ্টা! তাজা বুলেট সহ গ্রেফতার ১]

English summary
Agriculture ministry backtracks on report showing adverse effect of demonetisation on farmers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X