For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিথ্যাবাদী রাহুল-সোনিয়া! কৃষি আইন নিয়ে বেনজির আক্রমণ নরেন্দ্র সিং তোমরের

Google Oneindia Bengali News

কেরল থেকে নির্বাচিত কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে তাঁরই দলের নির্বাচনী ইস্তেহারে থাকা প্রতিশ্রুতিকে মনে করিয়ে দিলেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। এই বিষয়ে এদিন কৃষিমন্ত্রী বলেন, 'রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী এখন মিথ্যা কথা বলছেন, না হলে ২০১৯ সালে তাঁরা মিথ্যা কথা বলছিলেন।' উল্লেখ্য, বিজেপির অভিযোগ, ২০১৯ সালে কংগ্রেসের ইস্তেহারে কৃষি আইন সংক্রান্ত প্রতিশ্রুতি ছিল। তবে কৃষি আইন নিয়ে পাঞ্জাবের কৃষকদের বিরোধিতায় গলা মেলানোয় কংগ্রেসকে পাল্টা তোপ দেগেছে বিজেপি।

কৃষকদের পাশে থাকার বার্তা

কৃষকদের পাশে থাকার বার্তা

এদিকে কৃষকদের পাশে থাকার বার্তা দিতে শুক্রবার দিল্লির লেফটেন্যান্ট গর্ভনর অনিল বাইজালের সরকারি বাসভবনের বাইরে বিক্ষোভ দেখাল কংগ্রেস৷ বিক্ষোভে শামিল হয়েছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী ও দলের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী৷ সেখানে দাঁড়িয়ে কেরলের ওয়েনাড়ের সাংসদ রাহুল অভিযোগ করলেন যে কেন্দ্রের মোদী সরকার কৃষকদের শেষ করে দেওয়ার জন্য এই কৃষি আইন নিয়ে এসেছে৷ তাই সরকারকে এই আইন প্রত্যাহার করতেই হবে৷ আর যতক্ষণ না তা হচ্ছে, ততক্ষণ কংগ্রেস লড়াই চালিয়ে যাবে৷

'কিষানের জন্য আওয়াজ তুলুন'

'কিষানের জন্য আওয়াজ তুলুন'

উল্লেখ্য, আজ, শুক্রবার কংগ্রেস কিষান অধিকার দিবস পালন করছে৷ তার জন্য 'কিষানের জন্য আওয়াজ তুলুন' কর্মসূচিও নিয়েছে রাহুল-প্রিয়াঙ্কার দল৷ সব রাজ্যের রাজভবনের সামনে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছে কংগ্রেস৷ তারই অঙ্গ হিসেবে এদিন দিল্লিতে প্রতিবাদ কর্মসূচি করা হয় লেফটেন্যান্ট গর্ভনরের বাসভবনের সামনে৷ সেখানে দাঁড়িয়ে রাহুল অভিযোগ করেন যে এর আগে কেন্দ্রীয় সরকার জমি অধিগ্রহণ আইন এনে কৃষকদের জমি কেড়ে নিতে চেয়েছিল৷ কিন্তু কংগ্রেসের বাধায় তা করতে পারেনি৷ এবার কৃষি আইন নিয়ে দু-একজনের সুবিধা করে দিতে চাইছে৷

কৃষকদের জন্য 'সত্যাগ্রহ' করার জন্য আহ্বান

কৃষকদের জন্য 'সত্যাগ্রহ' করার জন্য আহ্বান

গত বছর সেপ্টেম্বরে সংসদের বাদল অধিবেশন চলাকালীন কেন্দ্রের মোদি সরকার নতুন তিনটি কৃষি আইন পাস করায়৷ যা নিয়ে আন্দোলনে বসেছে কৃষকরা৷ যদিও কৃষকদের সঙ্গে আলোচনা করছে কেন্দ্রীয় সরকার৷ সুপ্রিম কোর্টও একটি কমিটি গঠন করে দিয়েছে৷ তবে সুযোগ বুঝে বিজেপির বিরুদ্ধে পথে নেমেছেন রাহুল গান্ধীরা৷ এদিন তিনি এই নিয়ে টুইটও করেন৷ দেশের মানুষের কাছে কৃষকদের জন্য 'সত্যাগ্রহ' করার জন্য আহ্বান জানান তিনি৷

English summary
Agriculture Minister Narendra Singh Tomar slammed Sonia, Rahul Gandhi over stand on farm laws
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X