For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কৃষি-যোগ' চাষে বিপ্লব আনবে! আর যা বললেন মোদীর দল শাসিত রাজ্যের কৃষিমন্ত্রী

ফলন বাড়াতে বৈদিক মন্ত্র জপ করুন। মহাজাগতিক চাষ পদ্ধতির ওপর জোর দিন। রাজ্যের কৃষকদের জন্য এমনই উপায় বাতলে দিলেন বিজেপি শাসিত গোয়ার কৃষিমন্ত্রী বিজয় সারদেশাই।

  • |
Google Oneindia Bengali News

ফলন বাড়াতে বৈদিক মন্ত্র জপ করুন। মহাজাগতিক চাষ পদ্ধতির ওপর জোর দিন। রাজ্যের কৃষকদের জন্য এমনই উপায় বাতলে দিলেন বিজেপি শাসিত গোয়ার কৃষিমন্ত্রী বিজয় সারদেশাই।

কৃষি-যোগ চাষে বিপ্লব আনবে! আর যা বললেন মোদীর দল শাসিত রাজ্যের কৃষিমন্ত্রী

গোয়ার ফাতোরদায় নিজের বাড়ির কাছেই শিব যোগ কসমিক ফার্মিং প্রোজেক্টের উদ্বোধন করে গোয়ার কৃষিমন্ত্রী বলেন, চাষ বাড়াতে বিজেপি শাসিত রাজ্য সরকার মহাজাগতিক চাষ পদ্ধতির ওপর জোর দেবে।

কোন রাসায়নিক কিংবা সার ছাড়াই মহাজাগতিক চাষের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন সম্ভব হবে। এই ধরনের চাষে কোনও রাসায়নিক লাগবে না। জৈব সারেই কাজ চলবে। জানিয়েছেন গোয়ার কৃষিমন্ত্রী।

এই প্রকল্পের পিছনে রয়েছেন মন্ত্রী স্ত্রী উষা। যিনি আবার শিব যোগ ফাউন্ডেশনের শিষ্য।

এই প্রকল্পে সাফল্য পেতে গেলে কমপক্ষে ত্রিশ মিনিট ধরে মন্ত্রোচ্চারণ করতে হবে। যেতে হবে মহাজাগতিক শক্তিপ্রবাহের মধ্য দিয়ে। জানিয়েছেন, গোয়ায় মনোহর পারিকরের নেতৃত্বাধীন বিজেপি সরকারের সহযোগী গোয়া ফরোয়ার্ড পার্টির নেতা তথা মন্ত্রী বিজয় সারদেশাই।

মন্ত্রী বলেন, জনপ্রতিনিধিদের অবশ্যই চাযের ওপর গুরুত্ব দেওয়া উচিত। তাহলে অন্য রাজ্যের ওপর নির্ভরতা কমবে এবং রাজ্য চাষে স্বনির্ভর হতে শুরু করবে।

গোয়ার কৃষিমন্ত্রী আরও জানিয়েছেন, কৃষি যোগ চাষে বিপ্লব আনবে। সেই জন্য গোয়ায় এই পদ্ধতির প্রয়োগ করা হচ্ছে। শিব যোগ কৃষিই দেশের ভবিষ্যত বলেও মন্তব্য করেছেন তিনি।

English summary
Agriculture Minister of Gos advices farmers to Chant mantra and adopt cosmic farming for better yield
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X