For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাতিল করতে হবে কৃষি আইন! অন্যথায় খেলরত্ন ফেরানোর হুশিয়ারি খ্যাতনামা বক্সার বিজেন্দ্র সিংয়ের

কৃষক আন্দোলনের সমর্থনে খেলরত্ন ফেরানোর হুশিয়ারি খ্যাতনামা বক্সার বিজেন্দ্র সিংয়ের

  • |
Google Oneindia Bengali News

ইতিমধ্যেই ১১ দিন পার করেছে দিল্লির কৃষক আন্দোলন। কেন্দ্রের সাথে পাঁচ দফা বৈঠকের পরেও আজও মেলেনি কোনও রফাসূত্র। এমতাবস্থায় ৮ তারিখ সারা ভারতজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন আন্দোলনরত কৃষকরা। এদিকে কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরোধীতার ইতিমধ্যেই বেশ কয়েকজন প্রাক্তন ক্রীড়াতারকা তাঁদের পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন। এমতাবস্থায় এবার কৃষকদের পাশে দাঁড়াতে দেখা গেল খ্যাতনামা বক্সার বিজেন্দ্র সিংকে।

বাতিল করতে হবে কৃষি আইন! অন্যথায় খেলরত্ন ফেরানোর হুশিয়ারি খ্যাতনামা বক্সার বিজেন্দ্র সিংয়ের

কৃষকদের দাবি মেনে নয়া কৃষি আইন বাতিল না হলে খেলরত্ন পুরষ্কার ফেরানোর হুঁশিয়ারি দিলেন বিজেন্দ্র সিংহ। এদিকে বিজেন্দ্রর আগেই কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়ে পদ্মশ্রী, এমনকী অর্জুন পুরষ্কারও ফিরিয়েছেন বেশ কিছু খ্যাতনামা ক্রীড়াব্যক্তিত্ব। শুধু তাই নয় কৃষি আইনের বিরুদ্ধে সোচ্চার হেছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আকালি দল নেতা প্রকাশ সিং বাদলও। ফিরিয়েছেন পদ্ম বিভূষণ পুরষ্কার।

অন্যদিকে কৃষি বিল নিয়ে চলতি বিতর্কের মধ্যেই জাতীয় দলের বক্সিং কোচ গুরবক্স সিং সান্ধু নিজের দ্রোনাচার্য পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে। এমতাবস্থায় বিজেন্দ্র সিংয়ের খেলরত্ন পুরষ্কার ফেরানোর হুঁশিয়ারিতে আরও চাপ বাড়ল কেন্দ্রের উপর। এদিকে এর আগেই কৃষি আইনের বিরোধীতায় মুখ খুলেছিলেন বিজেন্দ্র। এবার রবিবার সটান নিজেই দিল্লির আন্দোলনস্থল সিঙ্ঘু সীমানায় হাজির হন তিনি। সেখান থেকেই খেলরত্ন পুরষ্কার ফেরানোর হুঙ্কার দেন তিনি।

কৃষক ‌আন্দোলনের পাশে দিলজিত দোসাঁঝ, টুইটারে বাড়ল অনুগামীর সংখ্যাকৃষক ‌আন্দোলনের পাশে দিলজিত দোসাঁঝ, টুইটারে বাড়ল অনুগামীর সংখ্যা

English summary
agriculture law must be repealed otherwise famous boxer bijendra singh has warned to return the khel ratna
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X