For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অগ্নিপথ কোনওভাবেই ফিরিয়ে নেওয়া হবে না, জানাল প্রতিরক্ষা মন্ত্রক

অগ্নিপথ কোনওভাবেই ফিরিয়ে নেওয়া হবে না, জানাল প্রতিরক্ষা মন্ত্রক

  • |
Google Oneindia Bengali News

অগ্নিপথের মতো প্রতিরক্ষা সংস্কারগুলি দীর্ঘ সময় ধরে চিন্তাভাবনা করে নিয়ে আসা একটি প্রকল্প৷ তাই কোনওভাবেই এই প্রকল্প ফিরিয়ে নেওয়া হবে না। এই প্রকল্পের মাধ্যমে সশস্ত্র বাহিনীতে তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণ তৈরি করতে চেয়েছে কেন্দ্র। কেন্দ্রের এই প্রকল্পের বিরুদ্ধে হতে থাকা বিক্ষোভের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে যে প্রকল্পটি কোনওভাবেই ফিরিয়ে নেওয়া হবে না। কেন্দ্র ও বিজেপি শাসিত রাজ্যগুলির সরকার বিভিন্ন বিভাগে 'অগ্নিবীরদের' জন্য সংরক্ষণের কথা ঘোষণা করেছে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বলা হয়েছে এই অগ্নিপথ প্রকল্পে ঘোষণাগুলি পূর্ব পরিকল্পিত ছিল। অগ্নিপথ প্রকল্প ঘোষণার পরে ঘটে যাওয়া অগ্নিসংযোগের প্রতিক্রিয়া হিসাবে এই সংরক্ষণ নয়।

কী বলছেন লেফটেন্যান্ট জেনারেল পুরী?

কী বলছেন লেফটেন্যান্ট জেনারেল পুরী?

যদিও প্রতিরক্ষা মন্ত্রকের এই বিবৃতি এমন একটি সময়ে এসেছে যখন ভারত বিভিন্ন প্রান্তে অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। উত্তর প্রদেশ, বিহার এবং তেলেঙ্গানায় বিক্ষোভকারীরা ট্রেনের বগি, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করেছে৷ একাধিক শহরে সরকারি সম্পত্তির ক্ষতি করার হিংসাত্মক ঘটনা ঘটানো হয়েছে। সামরিক বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব,লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরি বলেছেন, 'এই সংস্কারটি (অগ্নিপথ) দীর্ঘদিন ধরে মুলতুবি ছিল। আমরা এই সংস্কারের মাধ্যমে বাহিনীতে তারুণ্য এবং অভিজ্ঞতার সামঞ্জস্য আনতে চাই। আজ, প্রচুর সংখ্যক জওয়ান তাদের ৩০ এর মধ্যে রয়েছে এবং অফিসাররা অতীতের তুলনায় অনেক পরে কমান্ড পাচ্ছেন৷'

আরও যা বললেন জেনারেল পুরী

আরও যা বললেন জেনারেল পুরী

পুরী আরও যোগ করেছেন, 'প্রায় ১৭৬০০ জন প্রতি বছর তিনটি বাহিনী থেকে থেকে অকাল অবসর নিচ্ছেন। অবসর নেওয়ার পরে তারা কী করবে তা কেউ কখনও জিজ্ঞাসা করার চেষ্টা করেনি৷' প্রতিরক্ষা মন্ত্রকের এক আধিকারিকপর কথায়, অগ্নিবীর'রা সিয়াচেন এবং অন্যান্য এলাকায় একই ভাতা পাবেন যা বর্তমানে নিয়মিত সৈন্যদের জন্য প্রযোজ্য। চাকরির শর্তে তাদের প্রতি কোনো বৈষম্য নেই৷ একই সঙ্গে লেফটেন্যান্ট জেনারেল পুরী বলেছেন, যে অগ্নিপথ প্রকল্পের অধীনে বাহিনীতে প্রাথমিকভাবক ৫০ হাজার থেকে ৬০ হাজার সৈন্য নিয়োগ করা হবে৷ যা পরে বেড়ে একলাখ পর্যন্ত হবে৷

অগ্নিপথে নিয়োগ নিয়ে কী বলছেন এয়ার মার্শাল ঝাঁ?

অগ্নিপথে নিয়োগ নিয়ে কী বলছেন এয়ার মার্শাল ঝাঁ?

এয়ার মার্শাল ঝা জানিয়েছেন, আমরা অগ্নিপথ প্রকল্পটি বিশ্লেষণ করতে এবং পরিকাঠামোর সক্ষমতা বাড়াতে ৪৬ হাজার নিয়োগ দিয়ে ছোট শুরু করেছি। অগ্নিবীর ১ নম্বর ব্যাচের রেজিস্ট্রেশন প্রক্রিয়া ২৪ জুন থেকে শুরু হবে এবং ২৪ জুলাই থেকে, প্রথম ধাপের অনলাইন পরীক্ষা প্রক্রিয়া শুরু হবে। পরীক্ষায় সফলদের প্রথম ব্যাচে ডিসেম্বরের মধ্যে নথিভুক্ত করা হবে এবং ৩০ ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ শুরু হবে।

অগ্নিপথ নিয়ে প্রতিবাদ: ট্রেন বাতিলে কীভাবে টিকিটের টাকা ফেরত, একনজরে বিস্তারিত অগ্নিপথ নিয়ে প্রতিবাদ: ট্রেন বাতিলে কীভাবে টিকিটের টাকা ফেরত, একনজরে বিস্তারিত

English summary
Agnipath will not be withdrawn in any way, says Defense Ministry
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X