For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অগ্নি ৫ ক্ষেপণাত্রের সফল উৎক্ষেপণ, যে ৫ টি তথ্য জানা প্রয়োজন

পরমাণু বহনক্ষম সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ‘অগ্নি-৫' এর সফল উৎক্ষেপণ করল ভারত। ওড়িশার কালাম দ্বীপ থেকে সোমবার উৎক্ষেপণ করে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তথা ডিআরডিও।

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর : পরমাণু বহনক্ষম সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র 'অগ্নি-৫' এর সফল উৎক্ষেপণ করল ভারত। ওড়িশার কালাম দ্বীপ থেকে সোমবার উৎক্ষেপণ করে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তথা ডিআরডিও।

অগ্নি ৫ -এর উৎক্ষেপন নিয়ে যে ৫ টি গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখা প্রয়োজন।

অগ্নি ৫ ক্ষেপণাত্রের সফল উৎক্ষেপণ, যে ৫ টি তথ্য জানা প্রয়োজন

  • ভারতের এমটিসিআর (মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম)-এর সদস্য হওয়ার পর থেকে এই প্রথম সফল ক্ষেপনাস্ত্র উৎক্ষেপ করল ভারত।
  • আগ্নি ৫ কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং দুরপাল্লার ক্ষেপণাস্ত্র, এর পরিসীমা ৫,৫০০ থেকে ৫৮০০ কিলোমিটার পর্যন্ত।
  • এই ক্ষেপণাস্ত্রটি ১৫০০ কেজি উচ্চ বিস্ফোরক ওয়ারহেড বহন করার ক্ষমতা রাখে।
  • মাঝারি এবং দুরপাল্লার ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে অগ্নি ৫ পঞ্চম ধরণের। অগ্নি ১, অগ্নি ২ এবং অগ্নি ৩ ইতিমধ্যেই সেনার ব্যবহারের জন্য রাখা হয়েছে।
  • এর আগে ২০১২, ২০১৩ এবং ২০১৫ সালে এই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করা হয়েছিল।
English summary
Agni V missile: Long-range game changer for India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X