For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সেনা পাচ্ছে এই ক্ষেপণাস্ত্র, যা দিয়ে আঘাত হানা যাবে চিন-ইউরোপে

ভারত তার স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড বা এসএফসির হাতে দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 'অগ্নি ফাইভ' তুলে দিতে চলেছে।

Google Oneindia Bengali News

ভারত তার স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড বা এসএফসির হাতে দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 'অগ্নি ৫' তুলে দিতে চলেছে। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৫০০০ কিলোমিটারের। অর্থাৎ, সমগ্র চীন এবং ইউরোপ ও আফ্রিকা কিছু অংশে আঘাত হানা যাবে এই মিসাইল দিয়ে।

সেনার হাতে নতুন ক্ষেপণাস্ত্র

শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্র জানিয়েছে, 'অগ্নি ৫'-এর বেশ কয়েকটি সিস্টেম এবং সাব-সিস্টেম ইতিমধ্যেই এসএফসির কাছে হস্তান্তর করা হয়েছে। তবে সম্পূর্ণ ব্যবস্থাটি এসএফসিকে দেওয়ার আগে আরও একটি ট্রায়াল হবে। এই সূত্রের দাবি, সেই পরীক্ষা হবে শীঘ্রই। প্রসঙ্গত অগ্নি ৫-এর প্রথম উন্নয়নমূলক পরীক্ষাটি হয়েছিল ২০১২ সালের এপ্রিলে। তারপর থেকে মোট চারটি পরীক্ষার পর গত ১৮ জানুয়ারি অগ্নি ফাইভের প্রথম ট্রায়াল হয়। সেবারের মতো পরের ট্রায়ালেও সাফল্য এলে, ক্ষেপণাস্ত্রগুলি সহ গোটা অগ্নী-ফাইভ ইউনিটটি এসএফসির বেসে স্থানান্তরিত করা হবে বেল জানিয়েছে প্রতিরক্ষা সূত্র।

এসএফসির হাতে অবশ্য ইতিমধ্যেই বেশ কয়েকটি শক্তিশালী মিসাইল ইউনিট রয়েছে। এর মধ্যে আছে পৃথ্বী - টু (পাল্লা ৩৫০ কিলোমিটার), অগ্নি - ওয়ান (পাল্লা ৭০০ কিলোমিটার), অগ্নি-টু (পাল্লা ২,০০০ কিলোমিটার) এবং অগ্নি-থ্রি (পাল্লা ৩,০০০ কিলোমিটার)। এছাড়া আছে সুখোই - ৩০এমকেআই, মিরাজ -২০০০ এবং জাগুয়ার ফাইটার জেট। যেগুলি পরমাণু বোমা বহনে সক্ষম। তাদের নিউক্লিয়ার ট্রায়াডের তৃতীয়টি হল পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম সাবমেরিন (এসএসবিএন) আইএনএস অরিহান্ত। তবে এটি সংখ্যায় একটিই হওয়ায় এদিকে তারা কিছুটা পিছিয়ে আছে।

English summary
India is going to induct its first intercontinental ballistic missile 'Agni - V' built in domestic technology in Strategic Forces Command (SFC).
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X