For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাবালিকাদের যৌন নিপীড়নের মামলা, শিবমূর্তি মুরুগা শারনারুর বিরুদ্ধে জারি লুকআউট নোটিশ

নাবালিকাদের যৌন নিপীড়নের মামলা, শিবমূর্তি মুরুগা শারনারুর বিরুদ্ধে জারি লুকআউট নোটিশ

Google Oneindia Bengali News

কর্ণাটক পুলিশ শিবমূর্তি মুরুগা শারনারুর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে, নাবালিকাদের যৌন নিপীড়নের মামলায় অভিযুক্ত ওই ব্যক্তিকে খুঁজছিল পুলিশ। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে নোটিশটি জারি করা হয়েছিল।

নাবালিকাদের যৌন নিপীড়নের মামলা, শিবমূর্তি মুরুগা শারনারুর বিরুদ্ধে জারি লুকআউট নোটিশ

একটি লুক আউট নোটিশ বা সার্কুলার (এলওসি) জারি করা হয় তখন যাতে পলাতক ব্যক্তি দেশ ছেড়ে যেতে না পারে। শিবমূর্তি মুরুগা শারনারুর বিরুদ্ধে বিরুদ্ধে আন্তর্জাতিক বিমানবন্দর এবং সমুদ্রবন্দরগুলির মতো সমস্ত অভিবাসন চেকপয়েন্টগুলিতে নোটিশ জারি করা হয়েছে৷ শিবমূর্তি মুরুগা শারনারু কর্ণাটকের চিত্রদুর্গার একটি বিশিষ্ট লিঙ্গায়ত মঠের প্রধান ধর্মগুরু৷ তার গ্রেপ্তারির প্রতিবাদের মধ্যে তার ভক্তরা কর্ণাটক পুলিশ প্রধানকে আটক করে।

দুই নাবালকের পক্ষ থেকে অভিযোগ দায়ের করার পর মাইসুরু সিটি পুলিশ শিবমূর্তি মুরুগা শারনারুর বিরুদ্ধে মামলাটি নথিভুক্ত করেছে৷ তার বিরুদ্ধে যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনের ধারায় মামলা করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, মঠ দ্বারা পরিচালিত স্কুলে অধ্যয়নরত ১৫ এবং ১৬ বছর বয়সী দুই মেয়েকে তিন বছরের বেশি সময় ধরে যৌন নির্যাতন করা হয়েছিল। নির্যাতিতারা ২৪ জুলাই হোস্টেল ছেড়েছিল এবং ২৫ জুলাই তাঁরা থানায় অভিযোগ দায়ের করে। ২৬ অগাস্ট, লিঙ্গায়াত দ্রষ্টার বিরুদ্ধে মহীশূরের নজরবাদ থানায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়।
শিবমূর্তি মুরুগা অবশ্য দাবি করেছেন যে অভিযোগ মিথ্যা। সে ষড়যন্ত্রের শিকার হয়েছে। মুরুগা মঠ উপদেষ্টা কমিটির সদস্য এন বি বিশ্বনাথ এর আগে অভিযোগ করেছিলেন যে মঠের প্রশাসনিক আধিকারিক, প্রাক্তন বিধায়ক এস কে বাসবরাজন এই ষড়যন্ত্রের পিছনে ছিলেন। লিঙ্গায়ত সেমিনারির কর্মী বলে এক মহিলার অভিযোগের ভিত্তিতে চিত্রদুর্গায় বাসভরাজনের বিরুদ্ধে যৌন হয়রানি ও অপহরণের একটি মামলাও নথিভুক্ত করা হয়েছিল।

এই প্রসঙ্গে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই বলেন, ঘটনাটি পুলিশ পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে। তদন্তে সত্য বেরিয়ে আসবে। ওই মঠের একাধিক সদস্যের বিরুদ্ধে পকসো ও অপহরণের ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপি নেতা কেএস ঈশ্বরাপ্পার জানিয়েছেন, এই ধরনের অভিযোগ সত্যি দুঃখের। তিনি প্রার্থনা করবেন যেন এই অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়। তবে ঘটনার তদন্ত হচ্ছে।

আগে থেকে এই বিষয়ে কোনও অনুমান করা কঠিন। চিত্রদুর্গার মুরগা মঠ রাজ্যে বিখ্যাত। সেখানে এই ধরনের অভিযোগে হতবম্ব। অন্যদিকে মুরগামঠের প্রাক্তন প্রশাসক তথা প্রাক্তন বিধায়ক এসকে বাসবরাজনের বিরুদ্ধেও অপহরণ ও যৌন হেনস্তার অভিযোগ নিয়ে আসা হয়েছে। চিত্রদুর্গার পুলিশ সুপার জানিয়েছেন, মুরগা মটের গার্লস হস্টেলের ওয়ার্ডেন শনিবার একটি অভিযোগ দায়ের করেন।

সেখানে তিনি দুই নাবালিকা ছাত্রীর হস্টেল থেকে পালিয়ে যাওয়া অভিযোগ করেন। তাদের প্রাক্তন হস্টেল প্রশাসক এসকে বাসবরাজ ও তাঁর স্ত্রী সৌভাগা বাসবরাজ জোর করে আটকে রেখেছিলেন বলে অভিযোগ। জানা গিয়েছে, হস্টেল ছেড়ে পালিয়ে ওই দুই নাবালিকা কটনপেট থানার দ্বারস্থ হয়েছিল।

চলতি বছরের জিডিপির লক্ষ্যমাত্রা ১.১ শতাংশ কমানো হয়েছে, নেপথ্যে যে কারণ রয়েছেচলতি বছরের জিডিপির লক্ষ্যমাত্রা ১.১ শতাংশ কমানো হয়েছে, নেপথ্যে যে কারণ রয়েছে

English summary
look out notice against against shivmurti sharnur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X