For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের ধাক্কা শেয়ার বাজারে, সেনসেক্স পড়ল ৪০০ পয়েন্ট

আবার মুখ থুবরে পড়ল শেয়ার বাজার‌। এক ধাক্কায় ৪০০ পয়েন্ট পড়ল সেনসেক্স। নিফটি পডঞল ৯৭ পয়েন্ট। সপ্তাহের প্রথমে একটু চাঙ্গা হয়েছিল শেয়ার বাজার‌। কিন্তু সটা ধরে রাখত পারল না। ফের বড় ধাক্কা।

Google Oneindia Bengali News

আবার মুখ থুবরে পড়ল শেয়ার বাজার‌। এক ধাক্কায় ৪০০ পয়েন্ট পড়ল সেনসেক্স। নিফটি পডঞল ৯৭ পয়েন্ট। সপ্তাহের প্রথমে একটু চাঙ্গা হয়েছিল শেয়ার বাজার‌। কিন্তু সটা ধরে রাখত পারল না। ফের বড় ধাক্কা।

কতটা পড়ল শেয়ার বাজার

কতটা পড়ল শেয়ার বাজার

একধাক্কায় ৪০০ পয়েন্ট পড়ল শেয়ার বাজার‌। বাজার খোলার সময় তেমন কিছু বোঝা নাগেলেও দুপুর সাড় ১২টা থেকে ধাপে ধাপে পড়তে থাকে বাজার‌। প্রায় পৌনে একটা নাগাদ আর সামলানো যায়নি নামতে নামতে ৪০০ পয়েন্টে এসে থমকায় শেয়ার বাজার‌। নিফটিরও পতন হয়েছে। প্রায় ৯৭ পয়েন্ট কমেছে নিফটি।

কোন কোম্পানির শেয়ার সবচেয়ে বেশি পড়েছে

কোন কোম্পানির শেয়ার সবচেয়ে বেশি পড়েছে

এই ধাক্কায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাঙ্কিং সংস্থাগুলি। এইচডিএফসি, স্টেট ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ডাস্ট্রির মত বড় সংস্থাগুলির শেয়ার পড়েছে সবচেয়ে বেশি। নিফটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইয়েস ব্যাঙ্ক। এছাড়াও
ইন্ডিয়াবুলস হাউসিং ফিনান্স, আইসিআইসিআই ব্যাঙ্ক, গ্রাসিম ইন্ডাস্ট্রিস, টাটা স্টিল, মাহিন্দ্রা ও মাহিন্দ্রা, হিন্ডালকো, টাটা মোটরস, সিপলা-র শেয়ারও পড়েছে।

এই বাজারেও লাভ কুড়িয়েছে বেশ কয়েকটি সংস্থা

এই বাজারেও লাভ কুড়িয়েছে বেশ কয়েকটি সংস্থা

শেয়ার বাজার ৪০০ পয়েন্ট পড়ার পরেও বেশ কয়েকটি কোম্পানির শেয়ার ভালোই চড়েছে। লাভবান হয়েছে সান ফার্মা, ভারতি ইনফ্রাটেল, ইচার মোটরস, ভেদান্ত, ইনফোসিস, কোল ইন্ডিয়া। এই কোম্পানি গুলির শেয়ার আশ্চর্যজনকভাবে ভাল লাভ কুড়িয়েছে।

আন্তর্জাতি অর্থনীতিক দুরবস্থার কারণেই শেয়ার বাজারের এই পতন বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তারসঙ্গে আরেকটি কারণও রয়েছে, ভারত-পাকিস্তানের মধ্যে বেড়ে চলা উত্তেজনার প্রভাবও পড়তে শুরু করেছে শেয়ার বাজারে। আজ যেদিকে এগিয়েছে শেয়ারবাজারে তাতে ১ ১৬৭ টি কোম্পানির শেয়ার পড়েছে। সে জায়গায় দাম পেয়েছে মাত্র ৫০০টি কোম্পানির শেয়ার‌।

English summary
Again Sensex plunged over 400 points
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X