ফের টাকার দামে পতন, মার্কিন ডলারের তুলনায় দাম পড়ল ৫৭ পয়সা
ফের টাকার দামের পতন। মার্কিন ডলারের তুলনায় ৫২ পয়সা পড়েছে টাকার দাম। ১ মার্কিন ডলার এখন ৭২.০৪ টাকায় দাঁড়িয়েছে। সোমবার সেটা ছিল ৭২.৪৭ টাকা। দেশের অর্থনৈতিক মন্দার কারণেই টাকার দামের এই পতন বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

এসবিআইও জানিয়ে দিয়েছে এবারে দেশের জিডিপি বৃদ্ধি ৫ শতাংশের বেশি হবে না। কারণ সেই আর্থিক মন্দা। দেশের বিভিন্ন শিল্পক্ষেত্রে উৎপাদন অনেকটাই কমেছে। কয়লা, পেট্রল, স্টিল, প্রাকৃতিক গ্যাস, সহ একাধিক ক্ষেত্রে উৎপাদন অনেকটাই কমেছে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত গাড়ির বাজার। নতুন কোনও বিনিয়োগও আসছে না। যার ধাক্কা বাড়ছে শেয়ার বাজারেও। উৎসবের মরশুমেও কোনও আশার আলো দেখাতে পারেনি বিভিন্ন সংস্থা। উৎপাদন উল্টে কমেছে। গাড়ি বিক্রিতেও কোনও হেরফের হয়নি।
গত কয়েক মাস ধরে টাকার দামেও তাই পতন হচ্ছে। এর প্রভাব পড়ছে রপ্তানি বাণিজ্যেও। কর্পোরেট রেট কমিয়েও কোনও সুরাহা করতে পারেনি মোদী সরকার। পরিস্থিতি সামাল দিতে ডিসেম্বরে আবারও রেপো রেট কমাতে পারে রিজার্ভ ব্যাঙ্ক।