আধার কার্ডের বিরুদ্ধে ফের মামলা রুজু সুপ্রিম কোর্টে

যারা মামলা ঠুকেছে, সেই নাগরিক চেতনা মঞ্চের বক্তব্য হল, প্রথমত, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে শুধু আধার কার্ডকেই 'কে ওয়াই সি' (নো ইয়োর কাস্টমার) হিসাবে বিবেচনা করছে ব্যাঙ্কগুলি। অর্থ তছরুপ ঠেকাতে এতদিন যে ব্যবস্থাগুলি ছিল, তা আর মানা হচ্ছে না। শুধু আধার কার্ড দিলেই কাজ হয়ে যাচ্ছে। এই প্রবণতা বিপজ্জনক। দ্বিতীয়ত, আধার কার্ড শুধু নাগরিকদের নয়, দেওয়া হচ্ছে ভারতে বসবাসকারীদের (রেসিডেন্ট ইন্ডিয়ান)। তাই নাগরিক নয়, এমন কেউ এই কার্ড ব্যবহার করে সহজেই ভোটার তালিকায় নাম তুলে নিতে পারে। সীমান্ত অঞ্চলে অনুপ্রবেশকারীরা এর সুযোগ নিতে পারে। আধার কার্ডের ভিত্তিতে ভোটার তালিকায় পাইকারি হারে নাম তোলার সুযোগ থাকলে দেশের নিরাপত্তা বিপন্ন হবে। তা ছাড়া, নাগরিকত্ব আইনের ধারাগুলি এর ফলে লঙ্ঘিত হচ্ছে। তৃতীয়ত, স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে আধার কার্ডধারীদের যে তথ্যভাণ্ডার তৈরি হচ্ছে, তাতে বিস্তর গরমিল আছে। এমনকী, আধার কার্ডের ভিত্তিতে রান্নার গ্যাসে যে ভর্তুকি দেওয়া হচ্ছে, সেখানে অর্থ নয়ছয় হচ্ছে বলেও অভিযোগ।
মূলত এই যুক্তিগুলির ওপর ভিত্তি করে নাগরিক চেতনা মঞ্চ দাবি জানিয়েছে, পরিচয় বা ঠিকানার একমাত্র প্রমাণ হিসাবে আধার কার্ডকে গণ্য করা নিষিদ্ধ ঘোষিত হোক। প্রসঙ্গত, এর আগে একটি মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল, আধার কার্ড নেই এই যুক্তিতে সরকার কাউকে রান্নার গ্যাসে ভর্তুকি বা অন্যান্য আর্থিক সুবিধা দেওয়ার ক্ষেত্রে বঞ্চিত করতে পারে না।