For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের হামলা জেএনইউতে, নিরুদ্দেশ নাজিবের নাম করে হুঁশিয়ারির অভিযোগ! এবিভিপিই দায়ী, বললেন ঐশী

মাঝে সপ্তাহ দুয়েক বন্ধ। আবার জেএনইউতে ছাত্রের ওপর হামলার অভিযোগ। জেএনইউ ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ অভিযোগ করেছেন, এক ছাত্রকে ক্যাম্পাসের মধ্যেই মারধর করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

মাঝে সপ্তাহ দুয়েক বন্ধ। আবার জেএনইউতে ছাত্রের ওপর হামলার অভিযোগ। জেএনইউ ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ অভিযোগ করেছেন, এক ছাত্রকে ক্যাম্পাসের মধ্যেই মারধর করা হয়েছে। এর পিছনে এবিভিপিই রয়েছে, অভিযোগ করেছেন ঐশী। এটা বেশিদিন চলতে পারে না, মন্তব্য করেছেন তিনি।

ঐশী ঘোষের অভিযোগ

৫ জানুয়ারি জেএনইউ-এর হামলায় এখনও কেউ গ্রেফতার হয়নি। এরমধ্যেই ফের একবার হামলার অভিযোগ। নর্মদা হস্টেলে রাঘিব ইকরামের ওপর হামলা করা হয়। এবিভিপিই এই হামলার পিছনে রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি এই ঘটনা বেশিদিন চলতে পারে না।

রাঘিবের ভাইয়ের প্রতিক্রিয়া

সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাঘিবের ভাই জানিয়েছেন, হামলাকারীরা বলেছেন, সে মুসলিম। নাজিবের মতো রাঘিবকেও নিরুদ্দেশ করে দেওয়া হবে বলেও, নাকি হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

দুর্ভাগ্যজনক ঘটনা, বলছে এবিভিপি

দুর্ভাগ্যজনক ঘটনা, বলছে এবিভিপি

এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে অ্যাখ্যা দিয়েছে এবিভিপি। বিএ দ্বিতীয়বর্ষের ছাত্রে ওপর র‍্যাগিং করা হয়েছে বলে তাদের দাবি। এই ঘটনার পিছনে এবিভিপি জড়িত নয় বলেও দাবি তাদের।

৫ জানুয়ারি হামলা

৫ জানুয়ারি হামলা

৫ জানুয়ারি সন্ধেয় জেএনইউতে হামলা চালিয়েছিল বহিরাগতরা। সেই হামলায় আহত হয়েছিলে ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষসহ ১৮ জন। সেই তালিকায় এক অধ্যাপিকাও ছিলন।

English summary
Again JNU student Ragib Ikram allegedly beaten up by ABVP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X