For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সমুদ্রে ফুঁসতে থাকা বায়ু ফের ধেয়ে আসছে ভূ-খণ্ডের দিকে, এবার লক্ষ্য কচ্ছ উপকূল

ফের ফিরে আসতে পারে সাইক্লোন বায়ু। এখনও আরব সাগরে ফুঁসছে ঘূর্ণি। এবার পথ পরিবর্তন করে কচ্ছতে আঘাত হানতে পারে বায়ু।

Google Oneindia Bengali News

ফের ফিরে আসতে পারে সাইক্লোন বায়ু। এখনও আরব সাগরে ফুঁসছে ঘূর্ণি। এবার পথ পরিবর্তন করে কচ্ছতে আঘাত হানতে পারে বায়ু। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শীঘ্রই সাইক্লোনিক ঝড় তীব্রতর রূপ নিয়ে আছড়ে পড়তে পারে উপকূলে। ১৭-১৮ জুনের মধ্যেই প্রত্যাঘাত হানতে তৈরি বায়ু।

দিক বদলে ফিরে গিয়েছিল বায়ু

দিক বদলে ফিরে গিয়েছিল বায়ু

১৩ জুন সকালে গুজরাট উপকূলে ১৬৫ কিলোমিটার বেগে আছড়ে পড়ার কথা ছিল বায়ুর। কিন্তু ঠিক পূর্ব মুহূর্তে সাইক্লোন দিক বদল করে। ফের ফিরে যায় আরব সাগরে। গুজরাট উপকূল রক্ষা পায়। তবে বায়ুর জেরে ঝড়-বৃষ্টি চলছে থাকে তিন দিনভর।

ফের বায়ু ফিরে আসছে কচ্ছে

ফের বায়ু ফিরে আসছে কচ্ছে

এখনও বায়ু আরব সাগরে তাণ্ডব চালানোয় গুজরাট সংলগ্ন পোরবন্দর, দেবভূমি, দ্বারকা জেলায় দুর্যোগ চলছে। উপকূলবর্তী এলাকায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইছে। ঝড়ের গতিবেগ কমতে শুরু করলেও হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে বায়ু আবার ফিরে আসছে। ১৭-১৮ জুন আঘাত হানবে কচ্ছ উপকূলে।

সমুদ্রে শক্তি হারিয়েছে বায়ু

সমুদ্রে শক্তি হারিয়েছে বায়ু

তবে বায়ু আগের মতো শক্তিশালী নেই। এখন কচ্ছের উপকূলে আঘাত হানতে পারে ৮০-৯০ কিলোমিটার বেগে। ঘূর্ণিঝড়ের তীব্রতা আগের থেকে কমে অর্ধেক হয়ে গিয়েছে। সমুদ্রের বুকেই শক্তি হারিয়ে ফেলছে বায়ু। এদিকে গুজরাট সরকার এখনও সমস্ত রকম প্রতিরোধমূলক ব্যবস্থা করে রেখেছে।

বাড়তি সতর্কতা অবলম্বন

বাড়তি সতর্কতা অবলম্বন

এখনও গুজরাট উপকূলের গির, সোমনাথ, দিউ, জুনাগড় এবং পোরবন্দর উপকূল থেকে যে দুই লাখ মানুষকে সরানো হয়েছিল, তাঁরা রেসকিউ সেন্টারেই রয়েছেন। বায়ুর প্রভাব কাটলেই তাঁদের ফেরানো হবে। কচ্ছের উপর বায়ু আঘাত হানতে পারে, এই সম্ভাবনা তৈরি হওয়ায় বাড়তি সতর্কতাও অবলম্বন করা হয়েছে।

English summary
Again Cyclone Vayu is coming back in Gujarat. Cyclone can hit on Kachcha coast of Arabian Sea in speed of 80 km.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X