For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উপরাষ্ট্রপতির পর আরএসএস প্রধান ভাগবতের অ্যাকাউন্টেও নীল টিক ফেরাল টুইটার

উপরাষ্ট্রপতির পর আরএসএস প্রধান ভাগবতের অ্যাকাউন্টেও নীল টিক ফেরাল টুইটার

  • |
Google Oneindia Bengali News

ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর পর এবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএস প্রধান মোহন ভাগবতের অ্যাকাউন্টেও নীল টিক ফেরাল টুইটার। শনিবার সঙ্ঘ প্রধানের কাছ থেকে সংশ্লিষ্ট মর্যাদা কেড়ে নেওয়া নিয়ে বিতর্ক হয়েছিল বিস্তর। না বলে কয়ে টুইটারের এই পদক্ষেপকে পরিকল্পিত বলে আখ্যা দিয়েছিলেন আরএসএস নেতারা। সেই বিতর্কের নিষ্পত্তি ঘটল বলা চলে।

উপরাষ্ট্রপতির পর আরএসএস প্রধান ভাগবতের অ্যাকাউন্টেও নীল টিক ফেরাল টুইটার

শনিবার আরএসএস প্রধান মোহন ভাগবতের টুইটার অ্যাকাউন্ট থেকে ভেরিফিকেশন না নীল টিক সরিয়ে দেওয়া হয়েছিল। সঙ্ঘের অন্যান্য নেতাদের ক্ষেত্রেও একই পদক্ষেপ করেছিল টুইটার। বক্তব্য, ২০১৯ সালে চালু হওয়া ভাগবতের টুইটার অ্যাকাউন্টের ফলোয়ার্স সংখ্যা দুই লক্ষ হলেও হ্যান্ডেলার মাত্র এক। দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় হয়ে পড়ে থাকার কারণে আরএসএস প্রধানের অ্যাকাউন্টের নীল টিক সরিয়ে দেওয়া হয়েছে বলে টুইটার জানিয়েছিল।

আরএসএস প্রধান মোহন ভাগবতের আগে দেশের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর টুইটার অ্যাকাউন্টেরও ভেরিফিকেশন টিক সরিয়ে দেওয়া হয়েছিল। তুঙ্গে উঠেছিল বিতর্ক। পরে অবশ্য তাঁর প্রোফাইলের আভিজাত্য ফিরিয়ে আনা হয়েছিল। সেই টানাপোড়েন বন্ধ হতে না হতেই মোহন ভাগবতকে নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছিল।

আরএসএসের তরফে জানানো হয়েছিল, বেশ কিছুদিন আগে থেকেই টুইটারে এই প্রক্রিয়া শুরু করা হয়েছে। অ্যাকাউন্ট সচল না থাকার কারণেই যদি এই পদক্ষেপ করা হয়, তবে টুইটারের তা আগে থেকে জানানো উচিত ছিল দাবি তুলেছিলেন সঙ্ঘের নেতারা। বক্তব্য, নিষ্ক্রিয় হয়ে পড়ার পরেও ভেরিফিকেশন টিক রেখে দেওয়া হয়েছে, টুইটারে এমন অ্যাকাউন্টের সংখ্যা কম নয়। ফলে পরিকল্পিত ভাবেই এই পদক্ষেপ করা হয়েছে বলে মনে করে মোহন ভাগবত শিবির। যদিও মোহন ভাগবতের টুইটার অ্যাকাউন্টে ফের নীল টির ফিরে আসায় সেই বিতর্কে ছাই চাপা পড়েছে বলা চলে।

English summary
After Vice President, Twitter Restores Blue Badge on RSS Chief Mohan Bhagwat's Account
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X