For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিজোরামে ফের আফ্রিকান সোয়াইন ফ্লুর আতঙ্ক, নতুন করে মৃত্যু শূকরের

মিজোরামে ফের আফ্রিকান সোয়াইন ফ্লুর আতঙ্ক, নতুন করে মৃত্যু শূকরের

Google Oneindia Bengali News

‌তিনমাসের বিরতির পর আবার মিজোরামে নতুন করে আতঙ্ক ছড়ালো আফ্রিকান সোয়াইন ফ্লু (‌এএসএফ)‌–এর। গত বছর ৩৩ হাজারের বেশি শূকর এই রোগে ভউগে মারা যাওয়ার ঘটনা ঘটে। পশু পালন ও পশু চিকিৎসা বিভাগের যুগ্ম ডিরেক্টর ডাঃ লালমিংথাঙ্গা জানিয়েছেন যে আফ্রিকান সোয়াইন ফ্লুতে কিছু গ্রাম থেকে শূকর মারা যাওয়ার খবর এসেছে।

শূকরের মৃত্যুর সংখ্যা জানানো হয়নি

শূকরের মৃত্যুর সংখ্যা জানানো হয়নি

তবে লালমিংথাঙ্গা জানিয়েছেন যে নতুন করে সোয়াইন ফ্লুতে কতজন শূকরের মৃত্যু হয়েছে তার আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বুধবার রাজ্যের মুখ্য সচিব রেণু শর্মার সঙ্গে বৈঠকের পরে। তিনি জানিয়েছেন যে পশু পালন ও পশু চিকিৎসা বিভাগের আধিকারিকরা রেণু শর্মার সঙ্গে এই নতুন কেসগুলি নিয়ে দেখা করে কথা বলবেন। যদিও সরকারি বিবৃতিতে বলা হয়েছে যে পূর্ব মিজোরামের চম্পাই শহরে সম্প্রতি কিছু শূকরের মৃত্যু হয়েছে আফ্রিকান সোয়ান ফ্লুতে। বিবৃতিতে এও বলা হয়েছে যে চম্পাইয়ের ইলেকট্রিক ভেং-এর আশেপাশে যেখানে শূকরের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে সেই এলাকাগুলিতে পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত ২১ মার্চ থেকে কনটেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে।

ডিসেম্বরের পর থেকে বিরতি ছিল শূকর মৃত্যুতে

ডিসেম্বরের পর থেকে বিরতি ছিল শূকর মৃত্যুতে

এএসএফে শূকর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে মিজোরাম-মণিপুর সীমান্তের সাকাওরদাই গ্রামেও। এই গ্রামের সভাপতি সাংথানখুমা জানিয়েছেন যে এ বছরের ফেব্রুয়ারি থেকে এই গ্রামে ১০০টির বেশি শূকর মারা গিয়েছে। তিনি এও জানান যে এএসএফের কারণেই যে শূকর মৃত্যু হয়েছে তা নিশ্চিত করেছে পশু পালন ও চিকিৎসা বিভাগ। প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরের পর থেকে মিজোরামে এএসএফে শূকর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

গত বছর একাধিক শূকরের মৃত্যু

গত বছর একাধিক শূকরের মৃত্যু

রাজ্যের পশু পালন ও ভেটেরিনারি মন্ত্রী ডাঃ কে বেচুয়া বিধানসভায় সাম্প্রতিক হওয়া বাজেটে জানিয়েছিলেন যে গত বছর এএসএফের কারণে মিজোরামে ৩৩,৪১৭টি শূকরের মৃত্যু হয় এবং যার কারণে রাজ্যের ক্ষতি হয়েছে ৬০.‌৮২ কোটির। প্রসঙ্গত, গত বছর করোনা প্রকোপের মধ্যেই মিজোরামের ১১টি জেলায় সোয়াইন ফ্লু হানা দেয়। চলতি বছরের মার্চ মাসে প্রথম মিজোরামের লুঙ্গেলি জেলায় আফ্রিকান সোয়াইন ফ্লু থাবা বসায় বলে জানা যায়।

 বাংলাদেশ থেকে প্রথম এই রোগ আসে

বাংলাদেশ থেকে প্রথম এই রোগ আসে

বাংলাদেশ থেকে যে শূকরগুলির আমদানি করা হয়, তাদের মধ্যেই সবার প্রথমে গত বছর ২১ মার্চ লাংসেন গ্রামে সংক্রমণ ধরা পড়ে বলে খবর। এরপর ভোপালের পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করতে পাঠানো হলে, সোয়াইন ফ্লু ধরা পড়ে।

অদ্ভুত তবু সুন্দর, জেলেই দীর্ঘদিনের সঙ্গীকে বিয়ে বিতর্কিত জুলিয়ান অ্যাসাঞ্জের অদ্ভুত তবু সুন্দর, জেলেই দীর্ঘদিনের সঙ্গীকে বিয়ে বিতর্কিত জুলিয়ান অ্যাসাঞ্জের

English summary
after three months african swine flu re emerges in mizoram
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X