For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিচারব্যবস্থায় আস্থা ফিরে পাবে জনগণ, ফাঁসির রায়ের পর বললেন নির্ভয়ার মা

Google Oneindia Bengali News

সাত বছর ধরে অপেক্ষা করে রয়েছেন। মেয়েকে ফিরে পাবেন না, তবে অপেক্ষাটা ছিল মেয়ের জন্যে বিচার আদায়। সেই বিচারের দিনক্ষণ শেষ পর্যন্ত জানিয়ে দিল দিল্লির পাটিয়ালা কোর্ট। আজ রায় ঘোষণা করে বিচারক সতীশ কুমার জানিয়ে দেন যে নির্ভয়াকাণ্ডে দোষীদের ফাঁসি হবে ২২ জানুয়ারি সকাল ৭টা।

নির্ভয়ার মায়ের বক্তব্য

আজ আদালতের রায় ঘোষণার পর বাইরে বেরিয়ে নির্ভয়ার মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'এই রায় মানুষের মনে আবার বিচারব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনতে সাহায্য করবে। আমার মেয়ে শেষ পর্যন্ত বিচার পাবে। দেশের সব মেয়ে সুবিচার পাবে।'

নির্ভয়ার বাবার বক্তব্য

নির্ভয়ার বাবা রায় ঘোষণার পর বলেন, 'আমি এই রায়তে খুশি। দোষীদের ২২ জানুয়ারি সকাল ৭টা ফাঁসিতে ঝোলানো হবে। এর পর লোকের মনে এই রকম কোনও পাপ করার আগে ভয় হবে।'

নির্ভয়াকাণ্ডের দোষীদের আইনজীবী কী বললেন!

ফাঁসির নিদক্ষণ এগিয়ে আসতেই মৃত্যুভয় গ্রাস করতে শুরু করে নির্ভয়াকাণ্ডের দোষীদের। একের পর এক আবেদন করতে থাকে তারা। কখনও দিল্লির লেফট্যানেন্ট গভর্নর তো কখনও হাইকোর্ট তো কখনও সুপ্রিমকোর্ট। এরই মাঝে পিছিয়ে যেতে থাকে তাদের ফাঁসি। এদিকে আজকের এই রায়ের পর দোষীদের আইনজীবী বলেন, 'আমরা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে আবেদন জানাব।' দিল্লির কোর্ট আজকের এই রায়ের বিরুদ্ধে দোষীদের আইনী পদক্ষেপ নেওয়ার জন্যে ১৪ দিন সময় দিয়েছে।

দোষীদের সাজা দিতে ৭ বছর লাগবে কেন?

এদিকে এই রায় ঘোষণার পর দিল্লির মহিলা কমিশনার স্বাতী মালিওয়াল খুশি বলে জানান। তিনি বলেন, 'এটা দেশে সব নির্ভয়াদের জয়। আমি নির্ভয়ার মা-বাবাকে প্রণাম জানাই। তারা যেভাবে ৭ বছর ধরে লড়াই করে গিয়েছেন তা অভূতপূর্ব। তবে প্রশ্ন ওঠা উচিৎ যে এরকম একটি মামলায় কেন দোষীদের সাজা দিতে ৭ বছর লাগবে।'

English summary
after the verdict nirbahaya's mother said that trust of people in the judicial system will return
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X