For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তাজমহলের পর এবার কুতুবমিনারের নাম পরিবর্তন করে বিষ্ণুস্তম্ভ করার দাবিতে বিক্ষোভ হিন্দু সংগঠনের

তাজমহলের পর এবার কুতুবমিনারের নাম পরিবর্তন করে বিষ্ণুস্তম্ভ করার দাবিতে বিক্ষোভ হিন্দু সংগঠনের

  • |
Google Oneindia Bengali News

বাবরি মসজিদের নীচে থাকা মন্দিরের অংশ রামমন্দির প্রতিষ্ঠায় প্রমাণ হিসেবে কাজ করেছে! অযোধ্যায় রামমন্দিরের কাজ শুরু হওয়ার পর থেকেই দেশের একাধিক জায়গাতে মসজিদের নীচে মন্দিরের ঘটনা সামনেও এসেছে। 'তাজমহল আসলে তেজোমহালয়া, নামের একটি শিব মন্দির' এ দাবিও উঠে গিয়েছে ইতিমধ্যে! এবার এসবকে সামনে রেখেই প্রাচীনস্থাপত্যে কুতুবমিনারের নাম পরিবর্তনের দাবি উঠল৷ এবং শুধু দাবিই নয়! এ নিয়ে রীতিমতো বিক্ষোভ হল রাজধানী শহর জুড়ে!

তাজমহলের পর এবার কুতুবমিনারের নাম পরিবর্তন করে বিষ্ণুস্তম্ভ করার দাবিতে বিক্ষোভ হিন্দু সংগঠনের

মঙ্গলবার, হিন্দু সংগঠন মহাকাল মানব সেবার বেশ কয়েকজন সদস্য রাজধানীর বিখ্যাত স্মৃতিস্তম্ভ কুতুব মিনারের বাইরে বিক্ষোভ দেখিয়েছে৷ তাদের দাবি 'কুতুবমিনারের' নাম পরিবর্তন করে 'বিষ্ণু স্তম্ভ' রাখতে হবে। এই প্রথম কোনও হিন্দু সংগঠন সরাসরি রাস্তায় নেমে মিনারটিকে বিষ্ণু স্তম্ভ বলে দাবি করেছে। অন্যদিকে দিল্লি বিজেপির প্রধান আদেশ গুপ্তা শহরের তুঘলক রোড, আকবর রোড, আওরঙ্গজেব লেন, হুমায়ুন রোড এবং শাহজাহান রোড এলাকার নাম পরিবর্তন করার জন্য নাগরিক সংস্থা এনডিএমসিকে চিঠি দিয়েছেন। তিনি এনডিএমসিকে দেওয়া নিজের চিঠিটি টুইটও করেছিলেন যদিও পরে তা ডিলিট করে দেন!

ভারতের কোন রাজ্য সবথেকে বেশি ঘূর্ণিঝড়-প্রবণ, বিচার করুন তালিকা দেখেইভারতের কোন রাজ্য সবথেকে বেশি ঘূর্ণিঝড়-প্রবণ, বিচার করুন তালিকা দেখেই

তবে জায়গার নাম পরিবর্তন বা পরিবর্তনের দাবি দেশে নতুন নয়! ২০১৭ সালে উত্তরপ্রদেশে ক্ষমতায় এসেছে যোগী সরকার৷ তারপর থেকে মুঘলসরাই, এলাহাবাদ, সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গার নাম বদল করে দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। যোগী আমলে এলাহাবাদ হয়েছে প্রয়াগরাজ৷ মুঘলসরাই স্টেশন হয়েছে দীনদয়াল উপাধ্যায় স্টেশন৷ বিজেপি বিরোধীদের বলছে এসব করেছে বিজেপি নেতারা সাধারণ মানুষের নজর গুরুত্বপূর্ণ বিষয়গুলি থেকে ঘুরিয়ে রাখছে!

English summary
After the Taj Mahal, the Hindu organization has demanded to change the name of Qutub Minar to Vishnu Pillar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X