For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রধানমন্ত্রীর পর টিকা নিলেন স্বয়ং রাষ্ট্রপতি, জনমানসে ভয় কাটাতে দিলেন নতুন বার্তা

  • |
Google Oneindia Bengali News

মার্চের শুরু থেকেই গোটা দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় পর্বের করোনা টিকাকরণ। এই পর্বে মূলত ষাটোর্ধ ব্যক্তিদেরই করোনা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র সরকার। সেই সঙ্গে ৪৫ বছরের উর্ব্ধে কোমরবিডিটি যুক্ত মানুষদেরও এই ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এমতাবস্থায় প্রধানমন্ত্রীর পর এবার করোনা টিকা নিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বুধবার দিল্লির একটি হাসপাতালে তাঁকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

 প্রধানমন্ত্রীর পর করোনা টিকা নিলেন স্বয়ং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

এদিকে এর আগে বুধবারই আবার গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তেও করোনা টিকা নিতে দেখা যায়। এদিন সানকেলিমের একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে (পিএইচসি) কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নেন তিনি। টিকা নেওয়ার পর টুইটও করেন তিনি। অন্যদিকে দিল্লির আরআর হাসপাতালেই এদিন করোনা টিকার প্রথম ডোজটি নেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। অন্যদিকে টিকা নেওয়ার পরেই সমস্ত টিকা নিতে সক্ষম মানুষকে এই প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্যও আবেদন করতে দেখা যায় রাষ্ট্রপতিকে।

এদিকে করোনা টিকাকরণের শুরু থেকেই একাধিক জটিলতার মুখে পড়ে গোটা দেশ। কোভিশিল্ডের পাশাপাশি কোভ্যাক্সিন নিয়েও প্রশ্নের মুখে সরকার। এমনকী যার ফলে অনেকেই টিকা নিতে ভয়ও পান। ফলস্বরূপ প্রথম দফার টিকাকরণের লক্ষ্যমাত্রও পূরণ হয়নি বলেই জানা যাচ্ছে। এমতাবস্থায় রাষ্ট্রপতির টিকাকরণ সাধারণ মানুষের মধ্যে কতটা ছাপ ফেলে এখন সেটাই দেখার। অন্যদিকে সোমবার দিল্লির এইমসে প্রথম ডোজের টিকা নিতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

English summary
President Ramnath Kovind administered the first dose of corona vaccine in Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X