For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরের আইএস প্রধান খতমের পর রইল বাকি ২১, নিরাপত্তা বাহিনীর 'হিট লিস্ট'-এ আর কারা কারা

জম্মু ও কাশ্মীরের আইএস প্রধানের মৃত্যুর পর, নিরাপত্তা বাহিনীর 'হিট লিস্ট'-এ এখন উপত্যকার ২১ জন শীর্ষ জঙ্গির নাম রয়েছে।

Google Oneindia Bengali News

শুক্রবার দক্ষিণ কাশ্মীরের নৌশেরা গ্রামে ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে খতম হয়েছে জম্মু কাশ্মীরের আইএস প্রধান দায়ুদ আহমেদ সালাফি-সহ আরও তিন জঙ্গি। এই এনকাউন্টার সেনার পক্ষে বড় সাফল্য হলেও এখন কাশ্মীরে ২১ জন বড় জঙ্গীর নাম রয়েছে সেনার খতম তালিকায়।

নিরাপত্তা বাহিনীর হিট লিস্ট-এ ২১ শীর্ষ জঙ্গি

কাশ্মীরে সেনার থেকে অস্ত্র ছিনতাই করা, সেনাকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা-সহ যৌথবাহিনীর উপর অজস্র সন্ত্রাসবাদী হামলা চালানোর অভিযোগ ছিল কাশ্মীরের আইএস প্রধান সালাফির বিরুদ্ধে। জম্মু কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারির পর থেকে এটাই ছিল সেনা-পুলিশ যৌথবাহিনীর প্রথম অভিযান। শুক্রবার সালাফির দেহ উদ্ধারের পর এই ঘটনাকে বড় সাফল্য হিসেবেই দেখছে সেনাবাহিনী। তবে, তারা বলছে, এটা সবে শুরু। এখনও ২১ জন বড় জঙ্গি-চাঁই'কে খতম করা বাকি।

সেনা সূত্রে জানা গেছে ইতিমধ্যেই সেই লক্ষ্যে অভিযানের পরিকল্পনা শুরু করে দিয়েছে সেনা ও পুলিশ। এই ২১ জনের মধ্যে ১১ জনই জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহিদীনের। বাকিদের মধ্যে আছে লস্কর-ই-তৈবা-র ৭ জন, জইশ-ই-মহম্মদ'এর দুজন এবং আনসার ঘাজওয়াত উল হিন্দের একজন।

সূত্রের খবর, বর্তমানে এই ২১ জনকে খতম করাটাই সেনার অগ্রাধিকারে রয়েছে। তারা মনে করছে এদের সরিয়ে দিতে পারলেই উপত্যকা তুলনামূলকভাবে শান্ত থাকবে। কারণ পরের নেতৃত্ব চট করে জঙ্গি গোষ্ঠীগুলি পাবে না। ফলে তারা ছত্রভঙ্গ হয়ে যাবে।

সূত্রটি আরও জানিয়েছে, এই ২১ জনের মধ্যে ৬ জনের নাম রয়েছে 'এ-প্লাসপ্লাস' অর্থাত অতি বিপজ্জনক জঙ্গির তালিকায়। সেনার দাবি 'এ-প্লাসপ্লাস'-এ কারোর নাম উঠে গেলে তার দিন ফুরোতে বেশিদিন লাগে না। এদের মাথার দাম থাকে ১২ লক্ষ টাকা করে। এই ৬ 'এ-প্লাসপ্লাস' জঙ্গির ৪ জন হিজবুলের, যার মধ্যে ৩ জন পাকিস্তানি।

English summary
After the death of the chief of Islamic State of Jammu and Kashmir, there are 21 more top terrorists on 'hit list' of security forces in the Valley.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X