For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্যমন্ত্রীর পর এবার বদলে গেল দলের মুখ, উত্তরখণ্ডে রাজ্য বিজেপির শীর্ষপদে বড়সড় রদবদল

মুখ্যমন্ত্রীর পর এবার বদলে গেল দলের মুখ, উত্তরখণ্ডে রাজ্য বিজেপির শীর্ষপদে বড়সড় রদবদল

  • |
Google Oneindia Bengali News

দীর্ঘ জল্পনা শেষে সম্প্রতি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত। পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের মুখে যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে বিজেপি। সূত্রের খবর, দলের অন্দরেই তাঁর বিরুদ্ধে ক্ষোভ জমা হচ্ছিল। তাঁর বিরুদ্ধে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগও জমা পড়েছিল বলে খবর। এমতাবস্থায় এবার উত্তরাখণ্ডের গেরুয়া শিবিরের প্রধান মুখকেই বদলে ফেলল বিজেপি। যা নিয়ে প্রবল চাপানৌতর শুরু হয়েছে রাজ্য-রাজনীতিতে।

মুখ্যমন্ত্রীর পর এবার বদলে গেল দলের মুখ, উত্তরখণ্ডে রাজ্য বিজেপির শীর্ষপদে বড়সড় রদবদল

এদিন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা মদন কৌশিককে দলের উত্তরাখণ্ড ইউনিটের নতুন প্রধান পদে নিয়োগ করা হয়েছে বলে জানা যাচ্ছে। ২০২০ সাল থেকে এই পার্বত্য রাজ্যে এই পদে দায়িত্বে ছিলেন বিপির বর্ষীয়ান নেতা বংশিধর ভগত। তাঁর জায়গাতেই নতুন দায়িত্ব পেলেন মদন। এদিকে দুদিন আগেই ত্রিবেন্দ্র সিংহ রাওয়াতের জায়গায় নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তীরথ সিং রাওয়াত। সূত্রের খবর দ্রুতই তীরথের মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন বংশিধর ভগত।

প্রসঙ্গত উল্লেখ্য, উত্তরাখণ্ড বিপির নতুন দায়িত্বপ্রাপ্ত নেতা মদন কৌশিক আবার এর আগে ত্রিবেন্দ্র সিংহ রাওয়াতের মন্ত্রিসভার সদস্য ছিলেন। সামলেছেন একাধিক গুরু দায়িত্ব। এমনকী দরিদ্বার বিধানসভা কেন্দ্র থেকে চার বারের বিজয়ী বিধায়কও ছিলেন তিনি। এমনকী এর আগেও ২০০৭-২০১২ সাল পর্যন্ত উত্তরাখণ্ডের মন্ত্রীও ছিলেন তিনি। ২০০২ সালে প্রথমবারের জন্য নির্বাচনে জিতে বিধানসভায় পা রাখেন মদন। এরপর ২০০৭,২০১২,২০১৭ সালে বিধানসভায় নির্বাচন বড় জয় হাসিল করেন তিনি।

'নন্দীগ্রামে মমতার স্কুটার পড়ে যাবে', মোদীর মন্তব্যেও স্পষ্ট ষড়যন্ত্রের ইঙ্গিত, বিস্ফোরক সৌগত'নন্দীগ্রামে মমতার স্কুটার পড়ে যাবে', মোদীর মন্তব্যেও স্পষ্ট ষড়যন্ত্রের ইঙ্গিত, বিস্ফোরক সৌগত

English summary
after the chief minister change madan kaushik has been given the new charge of bjp s uttarakhand unit
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X