For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওয়ালেট ছিনতাইয়ের পর এটিএম ‌পিন জানার জন্য আক্রান্তের কাছে ফিরতেই পুলিশের ফাঁদে দুষ্কৃতীরা

ওয়ালেট ছিনতাইয়ের পর এটিএম ‌পিন জানার জন্য আক্রান্তের কাছে ফিরতেই পুলিশের ফাঁদে দুষ্কৃতীরা

Google Oneindia Bengali News

লকডাউন একটু শিথিল হতেই ফের হতে শুরু করে দিয়েছে অপরাধ। নয়ডায় এক ব্যক্তির মোবাইল ফোন ও ওয়ালেট ছিনিয়ে নিয়ে পালানোর সময় দু’‌টি বাইকে থাকা দুষ্কৃতীদের সঙ্গে পুলিশের গুলির লড়াই চলে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে।

ওয়ালেট ছিনতাইয়ের পর এটিএম ‌পিন জানার জন্য আক্রান্তের কাছে ফিরতেই পুলিশের ফাঁদে দুষ্কৃতীরা


ডিসিপি হরিশ চান্দর জানিয়েছেন যে বুধবার রাতে মধ্য নয়ডার ফেজ–৩ পুলিশ থানার অন্তর্গত গর্হি চৌখাণ্ডি গ্রাম সংলগ্ন রাস্তায় এই ঘটনাটি ঘটেছে। পুলিশ বলে, '‌এক ব্যক্তির মাথায় বন্দুক রেখে তাঁর মোবাইল ফোন ও ওয়ালেট ছিনিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা, ওই ব্যক্তি নৈশভোজের জন্য বেড়িয়েছিলেন। ওয়ালেটে কিছু নগদ, লাইসেন্স কার্ড, আধার কার্ড ও এটিএম কার্ড ছিল। কিছুদূর যাওয়ার পর ডাকাতরা ফের ফিরে আসে আক্রান্তের কাছে এবং ওই ব্যক্তির কাছ থেকে এটিএমের পিন নম্বর জেনে ফের পালিয়ে যায়।’‌

ঘটনাটি তৎক্ষণাত স্থানীয় পুলিশকে জানানো হয় এবং ওই চত্ত্বরের গোটা পুলিশ নেটওয়ার্ককে জানিয়ে দেওয়া হয় এবং ওই ডাকাতদের নাকার সময়ই আটকানো হয়। ডিসিপি বলেন, '‌যখন ডাকাতদের চেকিংয়ের জন্য থামতে বলা হয়, তারা প্রকাশ্যেই গুলি চালাতে শুরু করে পুলিশ দলের ওপর এবং পালিয়ে যায়। যদিও তাদের পুলিশরা ধরে ফেলে এবং তারা দু’‌জনেই পুলিশের গুলিতে আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’‌ অভিযুক্তদের নাম গৌরব সিং ও সদানন্দ। দু’‌জনেই স্থানীয় বাসিন্দা ও বয়স ২৫ বছর। চুরি যাওয়া জিনিসও তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে। এছাড়াও দু’‌টি দেশি পিস্তল তাদের কাছ থেকে পাওয়া গিয়েছে।

গত ২৪ ঘণ্টায় রেকর্ড করোনা সংক্রমণ রাজ্যে, আক্রান্ত ২৪৩৬ জন, সুস্থতার সংখ্যায়ও রেকর্ড গড়ল বাংলাগত ২৪ ঘণ্টায় রেকর্ড করোনা সংক্রমণ রাজ্যে, আক্রান্ত ২৪৩৬ জন, সুস্থতার সংখ্যায়ও রেকর্ড গড়ল বাংলা

English summary
after snatching the wallet miscreants were caught by the police as soon as they returned to the victim to know the atm pin
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X